আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নিজেই। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে।
সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবউল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭৮ জনকে।
মামলার অভিযোগে বলা হয়, এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ী যাকে ২০১৮ সালে ১৭ নভেম্বর রাজধানী বাসাবোতে অবস্থিত তার বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তৎকালীন ডিবি অফিসার মসিউরের নির্দেশে তাকে তুলে নেওয়া হয়েছে বলে জানানো হয়। হাত-পা, চোখ বেঁধে তাকে ডিবি অফিসে আটকে রাখা হয়। পরে ২৬ নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। এই নয়দিন তাকে অমানবিক নির্যাতন করা হয়। এ সময় বিরোধী দলের সম্পর্কে তার কাছে তথ্য চাওয়া হয়।
পরবর্তীতে ২৬ নভেম্বর ডিবি অফিস থেকে মুক্তি দিলেও তার অফিসে বিস্ফোরক পাওয়া গেছে এই মর্মে একটি মামলা করে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে কারাগার থেকে জামিনে মুক্তি পান এনামুল। বিনাদোষে এই নয়দিন তাকে তুলে নিয়ে যে অত্যাচার করা হয় সে প্রেক্ষিতে শেখ হাসিনাসহ ২৫ জনের নাম উল্লেখ করে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ছাড়াও গতকাল বিকেলে এপিসি থেকে ফেলে দেওয়ার পর নিহত শহিদ শাইখ আস-হা-বুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগে বলা হয়, গুলিবিদ্ধ ইয়ামিনের নিথর দেহ পুলিশের সাঁজোয়া যান থেকে নিচে ফেলে দেয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বর্বরোচিত এ ঘটনা দেখে দেশের মানুষ বিস্মিত ও হতবাক হয়। বৈষম্যবিরোধী আন্দোলন নির্মূলে এই নিষ্ঠুরতম আচরণে দেশের ছাত্র-জনতা তখন প্রতিবাদে ফুঁসে উঠে। নির্মম ওই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে কিছু মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই দায়েরকৃত। কিন্তু এই প্রথমবারের মতো সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের মামলা দায়ের করা হলো।
আরো পড়ুন : নতুন মামলায় গ্রেফতার আনিসুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন