ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাজী সেলিম পুত্রের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

চকবাজার থানার হত্যা মামলায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান সেলিমের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে সোলাইমান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। তিনি একই আসনের সাবেক এমপি হাজী সেলিমের পুত্র।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত একটার দিকে চকবাজার থানার একটি দল সোলায়মান সেলিমকে গ্রেফতার করে। ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সোলাইমান সেলিমের বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হাজী সেলিম পুত্রের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

আপডেট সময় ০১:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চকবাজার থানার হত্যা মামলায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান সেলিমের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে সোলাইমান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। তিনি একই আসনের সাবেক এমপি হাজী সেলিমের পুত্র।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত একটার দিকে চকবাজার থানার একটি দল সোলায়মান সেলিমকে গ্রেফতার করে। ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সোলাইমান সেলিমের বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।