ইহরাম অবস্থায় নারীরা অলংকার পরতে পারবে কী?

হজ-ওমরাহর ইহরামে নারীদের জন্য সোনা-রুপা বা অন্য কোনো ধাতুর তৈরি অলংকার ব্যবহার করা নিষিদ্ধ নয়, জায়েজ। প্রখ্যাত তাবেঈ নাফে (রহ.) থেকে বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমরের (রা.) স্ত্রী ও মেয়েরা ইহরাম অবস্থায় সোনা-রুপার অলংকার ব্যবহার করতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৪৪১৪) তাই যারা নিয়মিত নাকে ও কানে সোনা-রুপা বা অন্য কোনো ধাতুর তৈরি অলংকার পরিধান … Continue reading ইহরাম অবস্থায় নারীরা অলংকার পরতে পারবে কী?