ব্যাংকিং সেবাকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে ২০ অক্টোবর ২০২৪ ঢাকার বসুন্ধরায় অগ্রণী ব্যাংক পিএলসি. ‘বসুন্ধরা আবাসিক এলাকা শাখা’ নামে ব্যাংকের ৯৭৯তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ওয়াহিদা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও মো. আবুল বাশার।
উদ্বোধনী অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল-১ এর মহাব্যবস্থাপক এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম, ঢাকা সার্কেল-২ এর মহাব্যবস্থাপক মো. আবু হাসান তালুকদার, মহাব্যবস্থাপক (আইডি) শাহীনূর সুলতানা।
অনুষ্ঠানে বসুন্ধরা আবাসিক এলাকা শাখার ব্যবস্থাপক মারফুল ইসলাম, এভারকেয়ার হাসপাতালের চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ মাইনুর রহমান ভূইঁয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহকগণ, ব্যবসায়ীবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : অগ্রণী ব্যাংকে ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন