অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৫ দিনব্যাপী ইসলামিক ব্যাংকিং অপারেশন শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২৫ রোববার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার।
এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ইসলামি ব্যাংকিং ইউনিটের উপমহাব্যবস্থাপক মো. নূরুল ইসলাম।
কোর্সটিতে ব্যাংকের বিভিন্ন শাখার ৪২ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।