অনলাইন ডেস্ক:
কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘আবদুল্লাহ’। আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সেখানে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে এটি। জলদস্যুরা বেশ কিছু নাবিককেও জিম্মি করেছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নৌ পরিবহণ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি আমরাও শুনেছি। আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযাগ করছি।
এর আগে ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ ‘জাহান মণি’। নিকেলভর্তি ওই জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। ১০০ দিনের মাথায় জলদস্যুদের কবল থেকে তাদের মুক্তির পর দেশে ফিরিয়ে আনা হয়।
আরও পড়ুন : উন্নয়ন বরাদ্দ কমলো ১৮ হাজার কোটি টাকা