ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৮৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি-২০২৩ দিচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত শিক্ষাবৃত্তি-২০২৩ প্রদান অনুষ্ঠানে ঢাকা জেলার মোট ৬০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ আবু ইউছুফ, পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোফাজ্জল হোসেন ও তারিকুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ, প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও শিক্ষার্থীদের অভিভাবকগণ অংশ নেন। ঢাকার বাইরে জেলা পর্যায়ে ব্যাংকের প্রিন্সিপাল অফিস পর্যায়ক্রমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাকি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে।

 

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৮৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক

আপডেট সময় ০৭:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি-২০২৩ দিচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত শিক্ষাবৃত্তি-২০২৩ প্রদান অনুষ্ঠানে ঢাকা জেলার মোট ৬০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ আবু ইউছুফ, পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোফাজ্জল হোসেন ও তারিকুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ, প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও শিক্ষার্থীদের অভিভাবকগণ অংশ নেন। ঢাকার বাইরে জেলা পর্যায়ে ব্যাংকের প্রিন্সিপাল অফিস পর্যায়ক্রমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাকি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে।