জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ শনিবার (৯ আগস্ট)। এই ভয়াবহ ঘটনার স্মরণে প্রথমবারের মতো সেখানকার একটি ক্যাথিড্রালের (খ্রিস্টধর্মের বিশেষ গির্জা) জোড়া ঘণ্টা একসঙ্গে বেজে উঠেছে, যা সেই মর্মান্তিক মুহূর্তটিকে স্মরণ করিয়ে দিয়েছে। ১৯৪৫ সালের ৯ আগস্ট বেলা ১১টা ২ মিনিটে নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
আজ সেই ভয়াবহ দিনটির স্মরণে ‘নীরবতা পালন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাগাসাকির মেয়র শিরো সুজুকি বিশ্বনেতাদের অবিলম্বে সশস্ত্র সংঘাত বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ব আজও পারমাণবিক যুদ্ধের মতো একটি নতুন সংকটের মুখোমুখি।
হামলায় বেঁচে যাওয়া ৯৩ বছর বয়সী হিরোশি নিশিওকা তার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, যারা গুরুতর আহত হননি, তারাও মাড়ি থেকে রক্তপাত, চুল পড়ে যাওয়ার পর ধীরে ধীরে মারা গিয়েছিলেন। তিনি এই হামলাকে ‘অদৃশ্য সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেন।
নাগাসাকির ইম্যাকুলেট কনসেপশন ক্যাথিড্রালের ঘণ্টা দুটি আজ একসঙ্গে বেজে ওঠে। বোমা হামলায় প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া এই ক্যাথিড্রালটি ১৯৫৯ সালে পুনর্নির্মিত হয়েছিল। এর দুটি ঘণ্টার মধ্যে শুধু একটি উদ্ধার করা সম্ভব হয়েছিল। পরবর্তীতে মার্কিন গির্জার অনুদানে একটি নতুন ঘণ্টা তৈরি করা হয়। ঠিক যে মুহূর্তে বোমাটি ফেলা হয়েছিল, সেই মুহূর্তে সেটি বাজানো হয়। ক্যাথিড্রালের প্রধান যাজক কেনিচি ইয়ামামুরা বলেন, এই ঘণ্টার নতুন সংস্কার ‘মানবতার মহত্ত্বের’ প্রতীক। এটি বিশ্বকে শান্তির বার্তা দেয়।
এবারের স্মরণ অনুষ্ঠানে প্রায় ১০০টি দেশ অংশ নেয়। ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে গাজা যুদ্ধের কারণে গত বছর আমন্ত্রণ না পেলেও এবার ইসরায়েলের অতিথিদের অনুষ্ঠানে দেখা গেছে।