ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃত্যু ৩০৭, নিখোঁজ অগণিত পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে নিখোঁজের ৪ দিন পর যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয় এড়িয়ে শান্তি চুক্তিতে জোর ট্রাম্পের রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয় : আইন উপদেষ্টা বৈঠকে কোনো চুক্তি হয়নি, তবে অগ্রগতি হয়েছে; ট্রাম্প আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু : সালাহউদ্দিন আহমেদ ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : ড. বদিউল আলম মোংলায় মাদকের খুচরা ও পাইকারী বিক্রেতা কারা? সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে পুরোনো সমস্যা ফিরবে : সিএনএ টিভিকে অধ্যাপক ইউনূস রাজশাহীর পবায় একই পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার

ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয় এড়িয়ে শান্তি চুক্তিতে জোর ট্রাম্পের

আলাস্কায় রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে মেরিল্যান্ডের অ্যান্ড্রু বিমান ঘাঁটিতে ফিরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এএফপি

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি নিষ্পত্তিহীন শীর্ষ সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার (১৬ আগস্ট) রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন। ট্রাম্প বলেছেন, দেশ দুটির মধ্যে একটি সরাসরি শান্তি চুক্তিই এই যুদ্ধ থামাতে পারে। খবর এএফপির।

আলাস্কায় তিন ঘণ্টার আলোচনা শেষে হোয়াইট হাউস ও ক্রেমলিন শান্তি চুক্তিতে পৌঁছাতে এর ক্ষেত্রগুলোর প্রতি ইঙ্গিত দিয়েছে, তবে যুদ্ধবিরতিতে পৌঁছাতে কোনো অগ্রগতির বিষয়ে আলোকপাত করেনি। এই যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ইউক্রেন মুখোমুখি হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞের।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ওয়াশিংটনে পৌঁছানোর ঘণ্টাখানেক পরই তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘আলাস্কায় একটি সুন্দর ও খুব সফল দিন!’

ট্রাম্প আরও লেখেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক খুব ভালোভাবে হয়েছে। পাশাপাশি গভীর রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গেও কথা হয়েছে, যার মধ্যে ছিলেন ন্যাটো মহাসচিবও।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সবার মতে–এই ভয়াবহ যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো উপায় হলো একটি শান্তি চুক্তিতে পৌঁছানো, যা যুদ্ধের অবসান ঘটাবে। কেবল যুদ্ধবিরতি চুক্তি যথেষ্ট নয়, কেননা তা প্রায়শই টিকে থাকে না।’

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি বৈঠকে অংশ নিতে আগামী সোমবার তিনি ওয়াশিংটন যাবেন। মার্কিন নেতাও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বৈঠকটি ওভাল অফিসে অনুষ্ঠিত হবে।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘যদি সব ঠিক থাকে, তবে আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বৈঠক আয়োজনের বিষয়ে কাজ করব।’ তবে তিনি বলেননি, এটি তৃপাক্ষীয় বৈঠক হবে কি না। ট্রাম্প বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো, লাখ লাখ মানুষের জীবন বাঁচানো যাবে।’

এদিকে, আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক হলেও ইউক্রেনে যুদ্ধ থেমে নেই। ইউক্রেন দাবি করেছে, গতকাল রাতেও রাশিয়া ইউক্রেনে ৮৫টি ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে। পাশাপাশি ছোড়া হয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও। অন্যদিকে, রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের আরও দুটি গ্রাম নিজেদের দখলে নিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, ‘ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাবকে আমরা সমর্থন করি।’

বৈঠকে কোনো চুক্তি হয়নি, তবে অগ্রগতি হয়েছে; ট্রাম্প

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মোংলায় কোস্টগার্ডের অভিযানে ২৫০ কেজি কাঁকড়া জব্দ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয় এড়িয়ে শান্তি চুক্তিতে জোর ট্রাম্পের

আপডেট সময় ০৬:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি নিষ্পত্তিহীন শীর্ষ সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার (১৬ আগস্ট) রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন। ট্রাম্প বলেছেন, দেশ দুটির মধ্যে একটি সরাসরি শান্তি চুক্তিই এই যুদ্ধ থামাতে পারে। খবর এএফপির।

আলাস্কায় তিন ঘণ্টার আলোচনা শেষে হোয়াইট হাউস ও ক্রেমলিন শান্তি চুক্তিতে পৌঁছাতে এর ক্ষেত্রগুলোর প্রতি ইঙ্গিত দিয়েছে, তবে যুদ্ধবিরতিতে পৌঁছাতে কোনো অগ্রগতির বিষয়ে আলোকপাত করেনি। এই যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ইউক্রেন মুখোমুখি হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞের।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ওয়াশিংটনে পৌঁছানোর ঘণ্টাখানেক পরই তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘আলাস্কায় একটি সুন্দর ও খুব সফল দিন!’

ট্রাম্প আরও লেখেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক খুব ভালোভাবে হয়েছে। পাশাপাশি গভীর রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গেও কথা হয়েছে, যার মধ্যে ছিলেন ন্যাটো মহাসচিবও।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সবার মতে–এই ভয়াবহ যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো উপায় হলো একটি শান্তি চুক্তিতে পৌঁছানো, যা যুদ্ধের অবসান ঘটাবে। কেবল যুদ্ধবিরতি চুক্তি যথেষ্ট নয়, কেননা তা প্রায়শই টিকে থাকে না।’

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি বৈঠকে অংশ নিতে আগামী সোমবার তিনি ওয়াশিংটন যাবেন। মার্কিন নেতাও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বৈঠকটি ওভাল অফিসে অনুষ্ঠিত হবে।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘যদি সব ঠিক থাকে, তবে আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বৈঠক আয়োজনের বিষয়ে কাজ করব।’ তবে তিনি বলেননি, এটি তৃপাক্ষীয় বৈঠক হবে কি না। ট্রাম্প বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো, লাখ লাখ মানুষের জীবন বাঁচানো যাবে।’

এদিকে, আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক হলেও ইউক্রেনে যুদ্ধ থেমে নেই। ইউক্রেন দাবি করেছে, গতকাল রাতেও রাশিয়া ইউক্রেনে ৮৫টি ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে। পাশাপাশি ছোড়া হয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও। অন্যদিকে, রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের আরও দুটি গ্রাম নিজেদের দখলে নিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, ‘ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাবকে আমরা সমর্থন করি।’

বৈঠকে কোনো চুক্তি হয়নি, তবে অগ্রগতি হয়েছে; ট্রাম্প