ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শহিদদের ঋণ পরিশোধের এখনই সময় : তারেক রহমান গুম হওয়া পারভেজের কন্যার বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান সারজিস-হাসনাতকে ১০০ বার কল দিলেও রিসিভ করেনি : শহীদ আবদুল্লাহর মা স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে : প্রধান উপদেষ্টা ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীর ‘মৃত্যু’; বড় ভাইয়ের মামলা বোমা মেরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি ধ্বংস করা সম্ভব নয় : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়ের সংস্কৃতি গড়ে উঠতে দেবো না: নাহিদ ইসলাম ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নিহত ২ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিনে যা হলো ট্রাইব্যুনালে ফুল গিয়ারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : সিইসি

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নিহত ২

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর ফলে জনস্বাস্থ্য ও দাবানলের বর্ধিত ঝুঁকির সতর্কবার্তা জারি করা হয়েছে। এই তাপপ্রবাহের প্রভাবে ইতালিতে ইতোমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর বিবিসির।

আজ মঙ্গলবার (১ জুলাই) ফ্রান্সে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। প্যারিসসহ ১৬টি বিভাগে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, যা সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা। প্যারিসে আইফেল টাওয়ার সারা দিন বন্ধ রাখা হয়েছে। দূষণ সৃষ্টিকারী যান চলাচলও নিষিদ্ধ। ফরাসি কর্তৃপক্ষ সতর্ক করেছে, সুস্থ ব্যক্তিরাও এই তীব্র তাপমাত্রায় বিপদের সম্মুখীন হতে পারেন।

গতকাল সোমবার স্পেনের বার্সেলোনায় জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। সেভিলসহ দক্ষিণের শহরগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে। গত সপ্তাহান্তে পর্তুগাল ও স্পেনে যথাক্রমে ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে জুনের জাতীয় রেকর্ড ভেঙেছে। আগামী কয়েকদিনে বলকান, ইতালি ও গ্রিসে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।

তুরস্কের পশ্চিমাঞ্চল দাবানলে এখনও পুড়ছে। দাবানলে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শক্তিশালী বাতাস দাবানলকে আরও বাড়িয়ে দিচ্ছে।

ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গেও স্বাভাবিক মৌসুমি গড় তাপমাত্রার চেয়ে ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা অনুভূত হবে। ব্রাসেলস, পশ্চিম জার্মানি ও ক্রোয়েশিয়ার কিছু অংশে আজ তাপমাত্রার জন্য রেড সতর্কতা জারি রয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এ ধরনের তাপপ্রবাহগুলো আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে।

ইরান কয়েক মাসের মধ্যেই পারমানবিক বোমা তৈরি করতে পারে: আইএইএ প্রধান

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নিহত ২

আপডেট সময় ০৬:১৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর ফলে জনস্বাস্থ্য ও দাবানলের বর্ধিত ঝুঁকির সতর্কবার্তা জারি করা হয়েছে। এই তাপপ্রবাহের প্রভাবে ইতালিতে ইতোমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর বিবিসির।

আজ মঙ্গলবার (১ জুলাই) ফ্রান্সে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। প্যারিসসহ ১৬টি বিভাগে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, যা সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা। প্যারিসে আইফেল টাওয়ার সারা দিন বন্ধ রাখা হয়েছে। দূষণ সৃষ্টিকারী যান চলাচলও নিষিদ্ধ। ফরাসি কর্তৃপক্ষ সতর্ক করেছে, সুস্থ ব্যক্তিরাও এই তীব্র তাপমাত্রায় বিপদের সম্মুখীন হতে পারেন।

গতকাল সোমবার স্পেনের বার্সেলোনায় জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। সেভিলসহ দক্ষিণের শহরগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে। গত সপ্তাহান্তে পর্তুগাল ও স্পেনে যথাক্রমে ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে জুনের জাতীয় রেকর্ড ভেঙেছে। আগামী কয়েকদিনে বলকান, ইতালি ও গ্রিসে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।

তুরস্কের পশ্চিমাঞ্চল দাবানলে এখনও পুড়ছে। দাবানলে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শক্তিশালী বাতাস দাবানলকে আরও বাড়িয়ে দিচ্ছে।

ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গেও স্বাভাবিক মৌসুমি গড় তাপমাত্রার চেয়ে ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা অনুভূত হবে। ব্রাসেলস, পশ্চিম জার্মানি ও ক্রোয়েশিয়ার কিছু অংশে আজ তাপমাত্রার জন্য রেড সতর্কতা জারি রয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এ ধরনের তাপপ্রবাহগুলো আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে।

ইরান কয়েক মাসের মধ্যেই পারমানবিক বোমা তৈরি করতে পারে: আইএইএ প্রধান