গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েল একটি প্রতিনিধি দল কাতার পাঠাচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নেতানিয়াহু আলোচক দলকে কাতারের রাজধানী দোহায় পাঠাতে নির্দেশ দিয়েছেন। সেখানে আলোচনায় অংশ নিতে বলা হয়েছে।
তবে বিবৃতিতে বলা হয়, হামাস যে পরিবর্তনগুলো কাতারের প্রস্তাবে আনার কথা বলেছে, তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এই পরিবর্তনগুলো কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই ঘোষণার আগেই হামাস জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনায় ইতিবাচক সাড়া দিয়েছে। এতে গাজায় ইসরায়েলি হামলার অবসানের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।
ইসরায়েলের গাজা অভিযানে অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫৭ হাজার ৩৮৮ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৩৫ হাজার ৯৫৭ জন আহত হয়েছেন।
অব্যাহত হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অঞ্চলটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। দুর্ভিক্ষের আশঙ্কাও প্রবল।
হামাস বলেছে, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েলকে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দিতে হবে।
এর আগে হামাস জানায়, তারা নতুন প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনায় অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত। এখন দেখার বিষয়, ইসরায়েল কাতারে আলোচনার মাধ্যমে কী সিদ্ধান্তে পৌঁছায়।
সূত্র: আল-জাজিরা