মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। গতকাল সোমবার (২৬ আগস্ট) ফোনালাপে নরেন্দ্র মোদি বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ ছাড়া দুই নেতা ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা করেছেন।
গতকাল সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভেরিফায়েড এক্স হেন্ডেলে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান।
এক্স হ্যান্ডেলের ওই পোস্টে মোদি লেখেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্যা হচ্ছে, তা নিয়ে জো বাইডেনের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ইউক্রেন নিয়ে আমরা কথা বলেছি। আমি জানিয়েছি, ইউক্রেনে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। বাংলাদেশে স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধার এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।’
আরো পড়ুন : জাতিসংঘ গাজায় ত্রাণ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হলো