ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামী ৭ই এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা কক্ষ বন্ধ থাকবে। যে কারণে কোন সংবাদ প্রকাশিত হবে না। ৮ই এপ্রিল থেকে নিয়মিত সংবাদ পরিবেশিত হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা। এবারের ঈদযাত্রা হয়েছে স্বস্তির ও নির্বিঘ্ন : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা, সতর্কতা জারি ডিসির বাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল লন্ডনে ঈদ করবেন বেগম খালেদা জিয়া পিকিং বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান ভূমিকম্পে মিয়ানমার-থাইল্যান্ডে মৃত্যু ৭০০ ছাড়াল ঈদের আগে বেতন-বোনাস পেলেন সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ২ হাজার ৩৭৬ জন আহত এবং ৩০ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির। আজ শনিবার (২৯ মার্চ) বেলা ১১টা দিকে এ তথ্য জানানো হয়।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার বিদ্যুৎ ও যোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মান্ডালায় মারা গেছেন ৬৯৪ জন। এছাড়া রাজধানী নেপিদোতে ৯৪ জন, কিয়াউক সে শহরে ৩০ জন ও সাগাইং অঞ্চলে ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, মিয়ানমারের ভূমিকম্পের কেন্দ্রস্থলে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটির গণমাধ্যমে ত্রাণবাহী বিমান থেকে ত্রাণসামগ্রী নামানোর ছবি প্রকাশ করা হয়েছে। এর আগে গতকাল সহায়তার আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে মিয়ানমারের কেন্দ্রীয় সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। কয়েক মিনিটের মধ্যে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পের কারণে মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভবন ধসে পড়েছে, সেতু ভেঙে গেছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আগামী ৭ই এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা কক্ষ বন্ধ থাকবে। যে কারণে কোন সংবাদ প্রকাশিত হবে না। ৮ই এপ্রিল থেকে নিয়মিত সংবাদ পরিবেশিত হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা।

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

আপডেট সময় ১২:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ২ হাজার ৩৭৬ জন আহত এবং ৩০ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির। আজ শনিবার (২৯ মার্চ) বেলা ১১টা দিকে এ তথ্য জানানো হয়।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার বিদ্যুৎ ও যোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মান্ডালায় মারা গেছেন ৬৯৪ জন। এছাড়া রাজধানী নেপিদোতে ৯৪ জন, কিয়াউক সে শহরে ৩০ জন ও সাগাইং অঞ্চলে ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, মিয়ানমারের ভূমিকম্পের কেন্দ্রস্থলে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটির গণমাধ্যমে ত্রাণবাহী বিমান থেকে ত্রাণসামগ্রী নামানোর ছবি প্রকাশ করা হয়েছে। এর আগে গতকাল সহায়তার আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে মিয়ানমারের কেন্দ্রীয় সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। কয়েক মিনিটের মধ্যে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পের কারণে মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভবন ধসে পড়েছে, সেতু ভেঙে গেছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা