ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারল বাংলাদেশ

মালয়েশিয়াকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করলেও দুদিনের ব্যবধানে মুদ্রার উল্টোপিঠ দেখল বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলেও ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ নারী ক্রিকেটাররা। বাংলাদেশের সেই ব্যাটিং দুর্দাশার সুযোগে বড় জয় তুলে নিল ভারত।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কুয়ালালামপুরে সুপার ফোরের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ১৪ রান করেন ইভা। জবাবে মাত্র ১২.১ ওভারে ২ দুইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৮ রান করেন তৃষা।

বড় সংগ্রহ দাঁড় করাতে না পারলেও ওপেনিংয়ে অবশ্য ভালো শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার ইভা ও ফাহমিদা ছোঁয়া। এই দুইজন মিলে গড়েন ২৭ রানের জুটি। ব্যক্তিগত ১০ রানে ফাহমিদা ও ১৪ রানে ইভা সাজঘরে ফিরলে বড় ধাক্কা খায় বাংলাদেশ। এরপর আর দাঁড়াতেই পারেননি কোনো ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮০ রানে থামে বাংলাদেশ। ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আয়ুশী শুক্লা।

৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১০ রানের মাথায় ওপেনার কামিলিনির উইকেট হারায় দলটি। এরপর দলীয় ২২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারালে চাপে পড়ে ভারত। তবে, তৃষা ও নিকি প্রসাদের ব্যাটে সহজেই জয় তুলে নেয় ভারত।

এর আগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের শেষ চারে ওঠে বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে বাংলাদেশের মেয়েরা। সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলঙ্কা। ২০ ডিসেম্বর সুপার ফোর শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ: প্রতিপক্ষকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারল বাংলাদেশ

আপডেট সময় ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়াকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করলেও দুদিনের ব্যবধানে মুদ্রার উল্টোপিঠ দেখল বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলেও ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ নারী ক্রিকেটাররা। বাংলাদেশের সেই ব্যাটিং দুর্দাশার সুযোগে বড় জয় তুলে নিল ভারত।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কুয়ালালামপুরে সুপার ফোরের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ১৪ রান করেন ইভা। জবাবে মাত্র ১২.১ ওভারে ২ দুইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৮ রান করেন তৃষা।

বড় সংগ্রহ দাঁড় করাতে না পারলেও ওপেনিংয়ে অবশ্য ভালো শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার ইভা ও ফাহমিদা ছোঁয়া। এই দুইজন মিলে গড়েন ২৭ রানের জুটি। ব্যক্তিগত ১০ রানে ফাহমিদা ও ১৪ রানে ইভা সাজঘরে ফিরলে বড় ধাক্কা খায় বাংলাদেশ। এরপর আর দাঁড়াতেই পারেননি কোনো ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮০ রানে থামে বাংলাদেশ। ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আয়ুশী শুক্লা।

৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১০ রানের মাথায় ওপেনার কামিলিনির উইকেট হারায় দলটি। এরপর দলীয় ২২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারালে চাপে পড়ে ভারত। তবে, তৃষা ও নিকি প্রসাদের ব্যাটে সহজেই জয় তুলে নেয় ভারত।

এর আগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের শেষ চারে ওঠে বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে বাংলাদেশের মেয়েরা। সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলঙ্কা। ২০ ডিসেম্বর সুপার ফোর শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ: প্রতিপক্ষকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ