দেশের ক্রীড়াঙ্গনে পরিচিত নাম ছিলেন অঘোর মন্ডল। সিনিয়র এই ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন অঘোর মন্ডল। চলতি মাসের শুরুর দিকে ডেঙ্গু আক্রান্ত হন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শেষ দিকে আইসিইউ ও লাইফ সাপোর্টে ছিলেন।
তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করা অঘোর মন্ডল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সিনিয়র সদস্য ছিলেন। মাঝে পালন করেন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব। দেশের স্বনামধন্য পত্রিকা ও টেলিভিশনে নিয়মিত ক্রীড়া বিশ্লেষণ করতেন তিনি।
নব্বইয়ের দশকে আজকের কাগজ দিয়ে বর্ষীয়ান এই সাংবাদিকের ক্যারিয়ার শুরু। এরপর ভোরের কাগজে কাজ করেন। বর্তমানে প্রতিষ্ঠিত বহু ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তার মাধ্যমে। একবিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি সম্প্রচারে মাধ্যমে যোগ দেন। চ্যানেল আই, দীপ্ত, এটিএন নিউজে কাজ করেছেন অনেকদিন। এ ছাড়া, এনটিভি অনলাইনে নিয়মিত কলাম লিখতেন তিনি।
অঘোর মন্ডল দেশ-বিদেশের বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন কাজের সুবাদে। ‘এক্সট্রা টাইম’ ও ‘এক্সট্রা কাভার’ প্রয়াত এই সাংবাদিকের উল্লেখযোগ্য বই।
আরো পড়ুন : সাকিবকে নিয়ে সংশয় নেই, খেলার জন্য প্রস্তুত :হাথুরু