ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

ওয়ানডেতে চোটে শান্ত-হৃদয়, ইন আফিফ-ইমন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে চোটের কারণে নেই নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। অন্যদিকে এক বছর পর ওয়ানডেতে ফিরেছেন আফিফ হোসেন, আছেন এখনও ওয়ানডে না খেলা পারভেজ হোসেন ইমনও। দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অধিনায়কত্বের অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। ওয়ানডেতেও নেতৃত্ব দেবেন তিনি। কুঁচকির চোট থেকে এখনও সেরে না উঠায় নাজমুল হোসেন শান্ত নেই এই সিরিজে। একই সমস্যায় নেই তাওহীদ হৃদয়ও। এছাড়া আগে থেকেই আঙুলের চোটে ভোগা মুশফিকেরও জায়গা হয়নি স্কোয়াডে।

হৃদয়ের না থাকা প্রসঙ্গে বিসিবির ফিজিও মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘হৃদয় তার ডান কুঁচকিতে ব্যথা অনুভব করছিল। পরে মেডিকেল বিভাগও সমস্যা পেয়েছে। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে, আমরা তাকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখবো। এরপর আবার সে খেলায় ফিরতে তৈরি কি না দেখবো। ’

তাদের অনুপুস্থিতিতে আফিফকে ফেরানো হয়েছে। রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলতে এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই আছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন তিনি।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে না থাকা উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান বাদ পড়েছেন। ওই সিরিজে অভিষেক হওয়া নাহিদ রানা নিজের জায়গা ধরে রেখেছেন। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজে নেই তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

আগামী ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১০ ও ১২ ডিসেম্বর হবে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

কঠিন সিদ্ধান্তে বিসিবি, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি?

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওয়ানডেতে চোটে শান্ত-হৃদয়, ইন আফিফ-ইমন

আপডেট সময় ০৫:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে চোটের কারণে নেই নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। অন্যদিকে এক বছর পর ওয়ানডেতে ফিরেছেন আফিফ হোসেন, আছেন এখনও ওয়ানডে না খেলা পারভেজ হোসেন ইমনও। দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অধিনায়কত্বের অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। ওয়ানডেতেও নেতৃত্ব দেবেন তিনি। কুঁচকির চোট থেকে এখনও সেরে না উঠায় নাজমুল হোসেন শান্ত নেই এই সিরিজে। একই সমস্যায় নেই তাওহীদ হৃদয়ও। এছাড়া আগে থেকেই আঙুলের চোটে ভোগা মুশফিকেরও জায়গা হয়নি স্কোয়াডে।

হৃদয়ের না থাকা প্রসঙ্গে বিসিবির ফিজিও মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘হৃদয় তার ডান কুঁচকিতে ব্যথা অনুভব করছিল। পরে মেডিকেল বিভাগও সমস্যা পেয়েছে। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে, আমরা তাকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখবো। এরপর আবার সে খেলায় ফিরতে তৈরি কি না দেখবো। ’

তাদের অনুপুস্থিতিতে আফিফকে ফেরানো হয়েছে। রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলতে এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই আছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন তিনি।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে না থাকা উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান বাদ পড়েছেন। ওই সিরিজে অভিষেক হওয়া নাহিদ রানা নিজের জায়গা ধরে রেখেছেন। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজে নেই তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

আগামী ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১০ ও ১২ ডিসেম্বর হবে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

কঠিন সিদ্ধান্তে বিসিবি, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি?