ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কঠিন সিদ্ধান্তে বিসিবি, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি?

ফের ক্রিকেটমহলে আলোচনায় অলরাউন্ডার সাকিব আল হাসান। গুঞ্জন রয়েছে বিসিবির কাছে দেশে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া, দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সেই আবদার রাখতে পারেনি বিসিবি। এর ফলে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন অনেকে। যার বড় প্রমাণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে সাকিবকে না রাখার সিদ্ধান্ত।

সাকিব বর্তমানে একটি হত্যা মামলায় আসামি। এছাড়া শেয়ারবাজার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানাও হয়েছে তার বিরুদ্ধে। বিদেশে টাকা পাচার রোধে বাংলাদেশ ব্যাংক সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে।

টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বললেও ওয়ানডে ক্রিকেট থেকে এখনও অবসর নেননি সাকিব। তার ইচ্ছা, এ সংস্করণের ক্রিকেটটা চালিয়ে যাবেন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কিন্তু সেই সুযোগ কি পাবেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার?

আপাতদৃষ্টিতে তা বেশ কঠিনই মনে হচ্ছে। কেননা চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ যে একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ওয়ানডের সিরিজেই সাকিবকে ছাড়া দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নির্বাচকরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলের সদস্যদের নাম বোর্ডে জমা দিয়েছেন। দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নাম।

অবশ্য বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিসিবি কিছু না জানালেও শোনা যাচ্ছে সাকিব নাকি খেলার মতো মানসিক অবস্থায় নেই। সে কারণেই তাকে দলে রাখা হচ্ছে না। চ্যাম্পিয়নস ট্রফির আগে আর কোনো ওয়ানডে সিরিজ নেই। তাই কোনো প্রস্তুতি ছাড়া সাকিবকে হুট করে এত বড় আসরে খেলাবে কিনা বিসিবি, তা তো সময়ই বলে দেবে। যদিও এরইমধ্যে অনেকেই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন।

যে কারণে আইপিএলে জায়গা পেল না বাংলাদেশি ক্রিকেটার

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কঠিন সিদ্ধান্তে বিসিবি, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি?

আপডেট সময় ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

ফের ক্রিকেটমহলে আলোচনায় অলরাউন্ডার সাকিব আল হাসান। গুঞ্জন রয়েছে বিসিবির কাছে দেশে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া, দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সেই আবদার রাখতে পারেনি বিসিবি। এর ফলে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন অনেকে। যার বড় প্রমাণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে সাকিবকে না রাখার সিদ্ধান্ত।

সাকিব বর্তমানে একটি হত্যা মামলায় আসামি। এছাড়া শেয়ারবাজার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানাও হয়েছে তার বিরুদ্ধে। বিদেশে টাকা পাচার রোধে বাংলাদেশ ব্যাংক সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে।

টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বললেও ওয়ানডে ক্রিকেট থেকে এখনও অবসর নেননি সাকিব। তার ইচ্ছা, এ সংস্করণের ক্রিকেটটা চালিয়ে যাবেন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কিন্তু সেই সুযোগ কি পাবেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার?

আপাতদৃষ্টিতে তা বেশ কঠিনই মনে হচ্ছে। কেননা চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ যে একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ওয়ানডের সিরিজেই সাকিবকে ছাড়া দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নির্বাচকরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলের সদস্যদের নাম বোর্ডে জমা দিয়েছেন। দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নাম।

অবশ্য বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিসিবি কিছু না জানালেও শোনা যাচ্ছে সাকিব নাকি খেলার মতো মানসিক অবস্থায় নেই। সে কারণেই তাকে দলে রাখা হচ্ছে না। চ্যাম্পিয়নস ট্রফির আগে আর কোনো ওয়ানডে সিরিজ নেই। তাই কোনো প্রস্তুতি ছাড়া সাকিবকে হুট করে এত বড় আসরে খেলাবে কিনা বিসিবি, তা তো সময়ই বলে দেবে। যদিও এরইমধ্যে অনেকেই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন।

যে কারণে আইপিএলে জায়গা পেল না বাংলাদেশি ক্রিকেটার