ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ক্লিয়ারেন্স পেয়েই চট্টগ্রামে সাকিব

দেশের পরিবর্তিত অবস্থায় সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না এটাই নিয়েই প্রশ্ন জেগেছিল। তবে সেই প্রশ্নের উত্তর অবশেষে মিলেছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই দেশে ফেরার কথা রয়েছে দেশসেরা অলরাউন্ডারের। এমনকি আসন্ন বিপিএলেও খেলবেন সাকিব আল হাসান।

বিপিএলের ১১তম আসরকে ঘিরে সাকিবকে ভিড়িয়েছে চিটাগাং কিংস। সরাসরি চুক্তিতে তাকে ভিড়িয়েছে চট্টগ্রাম। নিলাম শেষে সাকিবের খেলা নিয়ে নিশ্চয়তা জানতে চাইলে তারা জানিয়েছে, ক্লিয়ারেন্স পাওয়ার পরই তাকে দলে ভিড়িয়েছে বন্দরনগরীর দলটি।

চিটাগাং কিংসের মালিক সাব্বির বলেছেন, ‘সাকিবের ব্যাপারে ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে সে খেলতে পারবে বাংলাদেশে তখন আমরা চুক্তি করেছি। এ ছাড়া আমরা রংপুরের সাথেও আলাপ করেছি সাকিবের সাথে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কিনা। সেখান থেকেও আমরা ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশাকরি তার খেলা নিয়ে সমস্যা হবে না।’

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন সাকিব। বিপিএলের নিলামেও আজ সোমবার হাজির হতে পারেননি। তবে দূর থেকেও চট্টগ্রামের দল সাজাতে সাহায্য করেছেন এই তারকা ক্রিকেটার।

চট্টগ্রামের মালিক বলেছেন, ‘সে দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে ইনপুট দিয়েছে। সবার সম্মিলিত পরিকল্পনায় আমরা দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। চট্টগ্রাম ১০ বছর ধরে অংশ নিচ্ছে। খুব আগ্রহ নিয়ে এবারও আছি। আশাকরি সবার আশা পূরণ করতে পারব।’

আরো পড়ুন : বিপিএলে এবার বাড়তি আকর্ষণ শাকিব!

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ক্লিয়ারেন্স পেয়েই চট্টগ্রামে সাকিব

আপডেট সময় ০৭:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

দেশের পরিবর্তিত অবস্থায় সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না এটাই নিয়েই প্রশ্ন জেগেছিল। তবে সেই প্রশ্নের উত্তর অবশেষে মিলেছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই দেশে ফেরার কথা রয়েছে দেশসেরা অলরাউন্ডারের। এমনকি আসন্ন বিপিএলেও খেলবেন সাকিব আল হাসান।

বিপিএলের ১১তম আসরকে ঘিরে সাকিবকে ভিড়িয়েছে চিটাগাং কিংস। সরাসরি চুক্তিতে তাকে ভিড়িয়েছে চট্টগ্রাম। নিলাম শেষে সাকিবের খেলা নিয়ে নিশ্চয়তা জানতে চাইলে তারা জানিয়েছে, ক্লিয়ারেন্স পাওয়ার পরই তাকে দলে ভিড়িয়েছে বন্দরনগরীর দলটি।

চিটাগাং কিংসের মালিক সাব্বির বলেছেন, ‘সাকিবের ব্যাপারে ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে সে খেলতে পারবে বাংলাদেশে তখন আমরা চুক্তি করেছি। এ ছাড়া আমরা রংপুরের সাথেও আলাপ করেছি সাকিবের সাথে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কিনা। সেখান থেকেও আমরা ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশাকরি তার খেলা নিয়ে সমস্যা হবে না।’

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন সাকিব। বিপিএলের নিলামেও আজ সোমবার হাজির হতে পারেননি। তবে দূর থেকেও চট্টগ্রামের দল সাজাতে সাহায্য করেছেন এই তারকা ক্রিকেটার।

চট্টগ্রামের মালিক বলেছেন, ‘সে দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে ইনপুট দিয়েছে। সবার সম্মিলিত পরিকল্পনায় আমরা দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। চট্টগ্রাম ১০ বছর ধরে অংশ নিচ্ছে। খুব আগ্রহ নিয়ে এবারও আছি। আশাকরি সবার আশা পূরণ করতে পারব।’

আরো পড়ুন : বিপিএলে এবার বাড়তি আকর্ষণ শাকিব!