ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা টেস্টের আগে ছিটকে পড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সেই দুই ম্যাচ। তবে, সেই সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেল প্রোটিয়ারা। ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্বে পালন করবেন এইডেন মার্করাম।

আজ শুক্রবার (১১ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে, বাম ট্রাইসেপসে সমস্যা রয়েছে বাভুমার। তার জায়গায় প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছে ডেওয়াল্ড ব্রেভিসকে।

এখনও টেস্ট অভিষেকই হয়নি ব্রেভিসের। প্রোটিয়াদের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বিপরীতে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১২টি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বেনোনিতে খেলেছিলেন। সেখানে তার স্কোর ছিল ৪৯ ও ৭৪।

আর সিরিজ থেকে ছিটকে যাওয়া নান্দ্রে বার্গারের জায়গায় আসবেন লুঙ্গি এনগিডি। অবশ্য প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেও দলের সঙ্গে আগামী বুধবার ঢাকা আসবেন বাভুমা। বাংলাদেশেই চলবে দ্বিতীয় টেস্টের আগে তার সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া।

দক্ষিণ আফ্রিকার পরিবর্তিত স্কোয়াড: টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, টোনি ডি জোর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, লুঙ্গি এনগিডি, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

আরো পড়ুন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সাকিবের পোস্ট!

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকা টেস্টের আগে ছিটকে পড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

আপডেট সময় ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সেই দুই ম্যাচ। তবে, সেই সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেল প্রোটিয়ারা। ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্বে পালন করবেন এইডেন মার্করাম।

আজ শুক্রবার (১১ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে, বাম ট্রাইসেপসে সমস্যা রয়েছে বাভুমার। তার জায়গায় প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছে ডেওয়াল্ড ব্রেভিসকে।

এখনও টেস্ট অভিষেকই হয়নি ব্রেভিসের। প্রোটিয়াদের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বিপরীতে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১২টি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বেনোনিতে খেলেছিলেন। সেখানে তার স্কোর ছিল ৪৯ ও ৭৪।

আর সিরিজ থেকে ছিটকে যাওয়া নান্দ্রে বার্গারের জায়গায় আসবেন লুঙ্গি এনগিডি। অবশ্য প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেও দলের সঙ্গে আগামী বুধবার ঢাকা আসবেন বাভুমা। বাংলাদেশেই চলবে দ্বিতীয় টেস্টের আগে তার সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া।

দক্ষিণ আফ্রিকার পরিবর্তিত স্কোয়াড: টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, টোনি ডি জোর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, লুঙ্গি এনগিডি, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

আরো পড়ুন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সাকিবের পোস্ট!