ইতিহাস হাতছানি দিয়ে ডাকছিল। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে মঞ্চ প্রস্তুত ছিল। কিন্তু বড় হারে সিরিজ হারলো বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আজ মঙ্গলবার (৮ জুলাই) শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হেরেছে ৯৯ রানে। সিরিজ হারের ব্যবধান ২-১।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৩৯.৪ ওভারে ১৮৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
বড় রান তাড়ায় ওপেনিং ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমকে বোল্ড করেন আসিথা ফার্নান্দো। ১৩ বলে ১৭ রান করে বিদায় নেন তামিম। নাজমুল হোমেন শান্ত ফিরে যান রানের খাতা খোলার আগেই। তাকে বোল্ড করেন দুশমন্থ চামিরা।
স্কোরবোর্ডে ২০ রান জমা হতেই বাংলাদেশ হারায় দুই উইকেট। সেখান থেকে ইমন ও হৃদয় মিলে গড়েন ৪২ রানের জুটি। ৪৪ বলে ২৮ রান করে দুনিথ ভেল্লালাগের বলে ফার্নান্দোর হাতে ক্যাচ তুলে দেন ইমন। একপ্রান্তে দাঁড়িয়ে লড়ছিলেন হৃদয়। তবে ৭৮ বলে ৫১ রানের ইনিংসটি রাখতে পারেনি ছাপ। তিনি থামেন চামিরার বলে বোল্ড হয়ে।
এরপরে বলার মতো সংগ্রহ করতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২৮ ও জাকের আলী ২৭ রান করলেও কেবল কমেছে হারের ব্যবধান।
শ্রীলঙ্কার পক্ষে তিনটি করে উইকেট নেন আসিথা ও চামিরা। দুটি করে উইকেট পান ভেল্লালাগে ও হাসারাঙা।
অন্যদিকে, ইনিংসের শুরুতে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি লঙ্কান ওপেনিং। ৩.১ ওভারে তানজিম হাসান সাকিবের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফিরেন নিশান মাদুস্কা। ৬ বলে ১ রান করে ফেরেন এই লঙ্কান ওপেনার। দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন কুশল ও নিশাঙ্কা। সেটি ভাঙেন তানভীর ইসলাম। ৩৫ রান করা নিশাঙ্কাকে পারভেজ হোসেন ইমনের ক্যাচ বানান তানভীর।
২১তম ওভারের শেষ বলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বলে ফেরেন কামিন্দু মেন্ডিস। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ২০ বলে ১৬ রান করেন তিনি। তৃতীয় উইকেট পর্যন্ত পাল্লেকেলেতে দুই দলই সমানভাবে লড়ে যাচ্ছিল। কিন্তু চতুর্থ উইকেটে কুশাল ও আসালাঙ্কা রানের গতি বাড়িয়ে তুলেছে। হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর থেকে মারমুখী হয়ে ওঠেন কুশল।
অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিসের ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। এই দুজনের জুটিতে ৩৮ ওভারে স্কোরবোর্ডে ২০০ রান তুলে ফেলে লঙ্কানরা। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা ৬০ বলে তুলে নেন হাফসেঞ্চুরি।
আসালাঙ্কাকে বেশিদূর যেতে দেননি তাসকিন আহমেদ। তাসকিনের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে লঙ্কান অধিনায়কের ব্যাট থেকে আসে ৫৮ রান। ভাঙে কুশলের সঙ্গে ১২৪ রানের জুটি।
ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পান কুশল মেন্ডিস। সেঞ্চুরি করতে খেলেছেন ৯৫ বল। বাংলাদেশের বিপক্ষে এর আগের একবার শতরানের দেখা পেয়েছিলেন তিনি। শামীম হোসেন পাটোয়ারীর বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে ১১৪ বলে ১৮ চারে ১২৪ রান করেন কুশল।
শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙার ১৪ বলে ১৮ রানে ভর দিয়ে লড়াকু পুঁজি দাঁড় করায় লঙ্কানরা।
বাংলাদেশের পক্ষে তাসকিন ও মিরাজ দুটি করে উইকেট নেন। একটি করে পান তানজিম সাকিব, তানভীর ও শামীম।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৮৫/৭ (নিশাঙ্কা ৩৫, মাদুস্কা ১, কুশল ১২৪, আসালাঙ্কা ৫৮, লিয়াঙ্গে ১২, ভেল্লালাগে ৬, হাসারাঙ্গা ১৮*, চামিরা ১০*; তাসকিন ১০-৫১-২, মিরাজ ১০-৪৮-২, তানভীর ১০-৬১-১, তানজিম ৬-৪১-১, শামীম ৪-৩০-১, মুস্তাফিজ ১০-৫২-০)
বাংলাদেশ : ৩৯.৪ ওভারে ১৮৬/১০ (তামিম ১৭, ইমন ২৮, শান্ত ০, হৃদয় ৫১, মিরাজ ২৮, শামীম ১২, জাকের ২৭, তানজিম ৫, তাসকিন ১, তানভীর ৮, মুস্তাফিজ ০*; আসিথা ৭-০-৩৩-৩, চামিরা ৮-১-৫১-৩, থিকসানা ৬-১-১৮-০, ভেল্লালাগে ৮-০-৩৩-২, হাসারাঙা ৮.৪-১-৩৫-২, কামিন্দু ২-০-১৪-০)
ফল : শ্রীলঙ্কা ৯৯ রানে জয়ী।