ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড পারিশ্রমিকে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

অবিক্রীত! নিলামের মঞ্চে কোনো দলই আগ্রহ দেখায়নি। তবে অপ্রত্যাশিত মোড় যেন খুলে দিল মুস্তাফিজুর রহমানের আইপিএলের দরজা। আজ বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি ক্যাপিটালস ঘোষণা দেয়, বাঁহাতি এই পেসার ফের মাতাবেন আইপিএলের মঞ্চ। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে এর আগেও খেলেছেন তিনি। তাই চেনা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে ফিরতে হয়তো বেশি সময় নিবেন না কাটার মাস্টার খ্যাত এই খেলোয়াড়।

আইপিএলের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুস্তাফিজকে ৬ কোটি ভারতীয় রুপিতে কিনে নিয়েছে দিল্লি। এর আগে নিলামে তার প্রাথমিক মূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি।

এই চুক্তির ফলে মুস্তাফিজ আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। এর আগে ২০০৯ সালে পেসার মাশরাফি বিন মুর্তজাকে কলকাতা নাইট রাইডার্স ৬ লক্ষ মার্কিন ডলারে কিনেছিল, যা তৎকালীন বিনিময় হারে প্রায় চার কোটি টাকার কাছাকাছি ছিল।

২০২৩ সালের আইপিএলে দিল্লির জার্সিতে খুব একটা খেলার সুযোগ পাননি মুস্তাফিজ। ২ ম্যাচ খেলে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। তবে, আলো ছড়িয়েছেন ২০২৪ এর আসরে। চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট।

এবারের আসরে দিল্লির ম্যাচ বাকি রয়েছে একটি। আগামী ১৮ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। নিরাপত্তা ইস্যুতে গত ৮ মে ধর্মশালায় মাঝপথে বন্ধ হয় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ। ২৪ মে জয়পুরে ম্যাচটি আবারও অনুষ্ঠিত হবে।

প্লে-অফে ওঠার দৌড়ে দিল্লির সম্ভাবনা এখনও শেষ হয়নি। ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। ১৪ পয়েন্ট নিয়ে মুম্বাই আছে চারে। যেদিও, মুম্বাইয়ের ম্যাচ শেষ। সেক্ষেত্রে দিল্লির দরজা খোলা। আর দিল্লি প্লে-অফে সুযোগ পেলে ম্যাচ বাড়বে মুস্তাফিজের।

পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রেকর্ড পারিশ্রমিকে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

আপডেট সময় ০৬:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

অবিক্রীত! নিলামের মঞ্চে কোনো দলই আগ্রহ দেখায়নি। তবে অপ্রত্যাশিত মোড় যেন খুলে দিল মুস্তাফিজুর রহমানের আইপিএলের দরজা। আজ বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি ক্যাপিটালস ঘোষণা দেয়, বাঁহাতি এই পেসার ফের মাতাবেন আইপিএলের মঞ্চ। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে এর আগেও খেলেছেন তিনি। তাই চেনা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে ফিরতে হয়তো বেশি সময় নিবেন না কাটার মাস্টার খ্যাত এই খেলোয়াড়।

আইপিএলের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুস্তাফিজকে ৬ কোটি ভারতীয় রুপিতে কিনে নিয়েছে দিল্লি। এর আগে নিলামে তার প্রাথমিক মূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি।

এই চুক্তির ফলে মুস্তাফিজ আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। এর আগে ২০০৯ সালে পেসার মাশরাফি বিন মুর্তজাকে কলকাতা নাইট রাইডার্স ৬ লক্ষ মার্কিন ডলারে কিনেছিল, যা তৎকালীন বিনিময় হারে প্রায় চার কোটি টাকার কাছাকাছি ছিল।

২০২৩ সালের আইপিএলে দিল্লির জার্সিতে খুব একটা খেলার সুযোগ পাননি মুস্তাফিজ। ২ ম্যাচ খেলে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। তবে, আলো ছড়িয়েছেন ২০২৪ এর আসরে। চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট।

এবারের আসরে দিল্লির ম্যাচ বাকি রয়েছে একটি। আগামী ১৮ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। নিরাপত্তা ইস্যুতে গত ৮ মে ধর্মশালায় মাঝপথে বন্ধ হয় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ। ২৪ মে জয়পুরে ম্যাচটি আবারও অনুষ্ঠিত হবে।

প্লে-অফে ওঠার দৌড়ে দিল্লির সম্ভাবনা এখনও শেষ হয়নি। ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। ১৪ পয়েন্ট নিয়ে মুম্বাই আছে চারে। যেদিও, মুম্বাইয়ের ম্যাচ শেষ। সেক্ষেত্রে দিল্লির দরজা খোলা। আর দিল্লি প্লে-অফে সুযোগ পেলে ম্যাচ বাড়বে মুস্তাফিজের।

পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ