রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে এসে বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে পাকিস্তানি ব্যাটাররা। প্রথম দিন যেখানে শেষ করেছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল, সেখান থেকেই দ্বিতীয় দিন শুরু করেন এই জুটি।
প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ১৫৮ রান। দ্বিতীয় দিনের এই সময়ে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। অপরদিকে দলীয় স্কোরবোর্ডে যোগ হয়েছে আরও ১৮৪ রান। শাকিল ২৪৪ বলে ১৩৪ ও রিজওয়ান ১৮০ বলে ১২৩ রানে এখন পর্যন্ত দুজনই অপরাজিত ।
উল্লেখ্য, দ্বিতীয় দিনের এখন পর্যন্ত পুরোটাই পাকিস্তানি দুই ব্যাটারের। এখন পর্যন্ত একদমই সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা।
আরও পড়ুন : পাপনের পদত্যাগ; বিসিবি নতুন সভাপতি ফারুক