ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আগে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস। ফলে ২০২৫ সালের আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে রিটেইন খেলোয়াড় হিসেবে দেখা যাবে না বাংলাদেশি তারকাকে।
আগের মতো ফের আইপিএলের নিলামে নাম তুলতে হবে মুস্তাফিজের। সেখান থেকে যদি কোনো দল কেনে তবেই বাংলাদেশি পেসার খেলতে পারবেন এবারের আইপিএল।
মেগা নিলামের আগে ঠিক হয়ে গেছে রিটেইন খেলোয়াড়দের তালিকা। বিশ্বের সবচেয়ে জমজমাট ঘরোয়া টুর্নামেন্টটির ১০ দল মিলে ধরে রেখেছে ৪৬ জন ক্রিকেটারকে। এর মধ্যে আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পারে।
এর মধ্যে কমপক্ষে পাঁচজন জাতীয় দলে খেলা (ক্যাপড প্লেয়ার) ক্রিকেটার হতে হয়। সেই হিসাবে চেন্নাই এবার ধরে রেখেছে ৫ জনকে। তারা হলেন রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি।
ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে দাম কমেছে মহেন্দ্র সিং ধোনির।চেন্নাইয়ের তারকা ধোনি গতবার দলটি থেকে পেয়েছেন ১২ কোটি রুপিতে। এবার তার দাম কমে হয়েছে ৪ কোটি রুপি।
রুতুরাজ ও রবীন্দ্র জাদেজাকে রাখতে দলটির খরচ হয়েছে সমান ১৮ কোটি করে ৩৬ কোটি রুপি। পাথিরানার জন্য ঢেলেছে ১৩ কোটি রুপি। আর শিবাম দুবেকে ১২ কোটিতে রেখে দিয়েছে চেন্নাই। সবমিলিয়ে নিলামের আগেই ৬৫ কোটি খরচ করেছে চেন্নাই সুপার কিংস। নিলাম টেবিলে খরচের জন্য তাদের হাতে রইল আর ৫৫ কোটি রুপি।
এক নজরে চেন্নাই সুপার কিংস
যারা থাকছেন : রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি
ছেড়ে দেওয়া নামী খেলোয়াড় : মোস্তাফিজুর রহমান, ডেভন কনওয়ে, শার্দূল ঠাকুর
নিলামে খরচ করা যাবে : ৫৫ কোটি রুপি