ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

নেইমারকে চাই না: পালমেইরাস

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার—যাকে ধরা হচ্ছিল মেসি-রোনালদো পর্যায়ের খেলোয়াড়। যদিও ব্যক্তিগত অর্জনের খাতায় তেমন কিছুই যোগ করা হয়নি তার। এর পেছনে দায়ী নেইমারের একের পর এক চোট ক্যারিয়ারের অর্ধেক সময়ই মাঠে নামার সুযোগ পাননি তিনি। এমন পরিস্থিতিতে সুযোগ থাকলেও নেইমারকে দলে নিতে নারাজ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

সম্প্রতি ফিরে দুই ম্যাচ খেলেই আবার চলে গেছেন মাঠের বাইরে। তাই গুঞ্জন রয়েছে তার ক্লাব ছাড়ার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেওয়া সাক্ষাৎকারে ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে নেবেন কিনা, এই প্রশ্নের উত্তরে পালমেইরাসের সভাপতি লেইলা করেননি কোনো রাখঢাক। ‘নেইমার পালমেইরাসে যোগ দেবেন না। এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব, যে অবিলম্বে দলে যোগ দিতে আসবে, আর কোচ চাইলে আগামীকালই খেলতে পারবে।’

২০২১ সাল থেকে পালমেইরাসের সভাপতির দায়িত্বে আছেন লেইলা পেরেইরা। নিজ দেশের সুপারস্টারের সমালচনার পাশাপাশি তাকে প্রশংসায় ভাসিয়েছেন এই ক্রীড়া ব্যক্তিত্ব, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, হয়তো সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’

উল্লেখ্য, নেইমারের ক্যারিয়ারে বারবার থাবা বসিয়েছে চোট। আল হিলালে যোগ দেওয়ার পর ৫টি ম্যাচ খেলে তিনি চোট পেয়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। এরপর তিনি ফিরে দুটো ম্যাচ খেলে ফের চোট পান। এবার চোট পেয়ে ৪-৬ সপ্তাহের জন্য বাইরে। এরপরই নেইমারকে ছাড়া সিদ্ধান্ত নেয় আল হিলাল।

প্রতিপক্ষের জালে ৫ গোল বার্সেলোনার

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নেইমারকে চাই না: পালমেইরাস

আপডেট সময় ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার—যাকে ধরা হচ্ছিল মেসি-রোনালদো পর্যায়ের খেলোয়াড়। যদিও ব্যক্তিগত অর্জনের খাতায় তেমন কিছুই যোগ করা হয়নি তার। এর পেছনে দায়ী নেইমারের একের পর এক চোট ক্যারিয়ারের অর্ধেক সময়ই মাঠে নামার সুযোগ পাননি তিনি। এমন পরিস্থিতিতে সুযোগ থাকলেও নেইমারকে দলে নিতে নারাজ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

সম্প্রতি ফিরে দুই ম্যাচ খেলেই আবার চলে গেছেন মাঠের বাইরে। তাই গুঞ্জন রয়েছে তার ক্লাব ছাড়ার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেওয়া সাক্ষাৎকারে ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে নেবেন কিনা, এই প্রশ্নের উত্তরে পালমেইরাসের সভাপতি লেইলা করেননি কোনো রাখঢাক। ‘নেইমার পালমেইরাসে যোগ দেবেন না। এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব, যে অবিলম্বে দলে যোগ দিতে আসবে, আর কোচ চাইলে আগামীকালই খেলতে পারবে।’

২০২১ সাল থেকে পালমেইরাসের সভাপতির দায়িত্বে আছেন লেইলা পেরেইরা। নিজ দেশের সুপারস্টারের সমালচনার পাশাপাশি তাকে প্রশংসায় ভাসিয়েছেন এই ক্রীড়া ব্যক্তিত্ব, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, হয়তো সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’

উল্লেখ্য, নেইমারের ক্যারিয়ারে বারবার থাবা বসিয়েছে চোট। আল হিলালে যোগ দেওয়ার পর ৫টি ম্যাচ খেলে তিনি চোট পেয়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। এরপর তিনি ফিরে দুটো ম্যাচ খেলে ফের চোট পান। এবার চোট পেয়ে ৪-৬ সপ্তাহের জন্য বাইরে। এরপরই নেইমারকে ছাড়া সিদ্ধান্ত নেয় আল হিলাল।

প্রতিপক্ষের জালে ৫ গোল বার্সেলোনার