দিনের শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু, সময় গড়াতে সেই ভালোর সুর পাল্টে যায়। উইকেটে থিতু হয়ে বেশ কয়েকজন ব্যাটারই ফিরে গেছেন সাজঘরে। এমন দিনে অ্যান্টিগায় ফলোঅন এড়াতে পারলেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। কারণ, দিন শেষে বাংলাদেশ হারিয়ে ফেলেছে ৯ উইকেট, অথচ এখনও পিছিয়ে আছে ১৮১ রানে। সুতরাং প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কা নিয়ে অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।
আলোকস্বল্পতা কারণে তৃতীয় দিনও আগেভাগে শেষ লড়াই। তাতে ৭৮ ওভার ব্যাট করে দিন শেষে বাংলাদেশ তুলেছে ৯ উইকেটে ২৬৯ রান। দিন শেষে উইকেটে ১১রানে ছিলেন তাসকিন আহমেদ ও ৫ রানে অপরাজিত শরিফুল আহমেদ। ১৮১ রানে পিছিয়ে থেকে সোমবার তৃতীয় দিনের লড়াই শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৩ রান করেন জাকের আলি। মুমিনুল হক করেন ৫০। আর লিটনের ব্যাট থেকে আসে ৪০ রান।
ব্যাটিং বিপর্যয়ে বিপদে বাংলাদেশ
অ্যান্টিগা টেস্টের প্রথম সেশনের স্বস্তি পরের দুই সেশনেই মিলিয়ে গেছে। উইকেটে জমে যাওয়া মুমিনুল হক প্রথম সেশনে উইকেট আগলে রাখেন। কিন্তু দ্বিতীয় সেশনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি। ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়ে আউট হয়ে ফেরেন তিনি।
মুমিনুলের পর বিদায় নিয়েছেন আরেক সেট ব্যাটার লিটন দাস। ডানহাতি ব্যাটারকে ৪০ রানে এলবি ফাঁদে পড়েন। এরপর ব্যাট করতে আসা মিরাজও হতাশ করেন। একের পর উইকেট হারানোর মিছিলে অ্যান্টিগার মহা বিপদে বাংলাদেশ। দলীয় রান এখনো দুইশ’ র ছাড়াতে পারেনি সফরকারীরা।