ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিতের জায়গায় থাকলে এখনই অস্ট্রেলিয়ায় চলে যেতেন সৌরভ

রোহিত শার্মার দ্বিতীয় সন্তান পৃথিবীর আলোয় চলে এসেছে। এখন আর পরিবারের সঙ্গে তার থাকার জরুরি প্রয়োজনীয়তা দেখছেন না সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় বোর্ডের সাবেক প্রধানের মতে, যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ায় চলে যাওয়া উচিত রোহিতের।

সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্যই দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি রোহিত। পার্থে প্রথম টেস্টে তার খেলার ব্যাপারটি এখনও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।

ধারণা করা হচ্ছিল, রোহিত-রিতিকা দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে ২০ নভেম্বরের আশেপাশে। তবে দিনটি চলে আসে ১৫ নভেম্বরই। পার্থ টেস্ট শুরু আগামী শুক্রবার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এরপরও হয়তো প্রথম টেস্টে খেলবেন না রোহিত। দ্বিতীয় টেস্ট থেকে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় অধিনায়ক।

তবে সৌরভ রেভস্পোর্টজকে বললেন, রোহিতের জায়গায় তিনি থাকলে এখন আর দেরি করতেন না একটুও।

“আশা করব, রোহিত খুব দ্রুতই চলে যাবে (অস্ট্রেলিয়ায়)। কারণ, তার নেতৃত্ব দলের প্রয়োজন। গতকালই (শুক্রবার) তার স্ত্রী বাচ্চার জন্ম দিয়েছে, আমি তাই নিশ্চিত যে, সে (রোহিত) এখন যেতে পারে। যত দ্রুত সম্ভব তার চলে যাওয়া উচিত। তার জায়গায় আমি হলে এটিই করতাম। পার্থ টেস্টে তার খেলা উচিত।”

“ম্যাচ তো সপ্তাহখানেক দূরে এখনও। এটা বড় একটা সিরিজ। এবারের পর আর অস্ট্রেলিয়া সফরে যাওয়া হবে না তার। সে দারুণ এক অধিনায়ক। তার নেতৃত্ব দিয়ে শুরু করা উচিত ভারতের।

রোহিতের এই অনিশ্চয়তাকে ঘিরেই ভারতীয় ক্রিকেটে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই। সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার তো বলেছেন, অনিশ্চয়তা না রেখে সহ-অধিনায়কেই পুরো এই সফরের জন্য অধিনায়ক ঘোষণা করে দিতে। পার্থে রোহিত শেষ পর্যন্ত না খেললে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।

রোহিত অধিনায়কত্ব পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলি বোর্ড সভাপতি থাকার সময়ই। সেই সময়টায় পেছন ফিরে তাকিয়ে সৌরভ বললেন, রোহিতকে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছিল তাকে।

“সে রাজি ছিল না, কারণ অন্যান্য সংস্করণে ভারতের অধিনায়ক ছিল সে। ‘ওয়ার্কলোড’ তাই অনেক বেশি হয়ে যায় বলে বলছিল। তবে আমি এটায় বিশ্বাস করি না। ভারতের অধিনায়ককে টেস্ট অধিনায়ক হতেই হবে। আমি বলেছিলাম, ‘টেস্ট অধিনায়ক না হয়ে নিজের ক্যারিয়ার শেষ করো না।’ অধিনায়ক হিসেবে সে যা অর্জন করেছে, তাতে আমি বিস্মিত নই একদমই।”

১৩ বছর বয়সেই আইপিএলের নিলামে, কে এই বৈভব

আফগানিস্তানের কাছে সিরিজ হারে র‌্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রোহিতের জায়গায় থাকলে এখনই অস্ট্রেলিয়ায় চলে যেতেন সৌরভ

আপডেট সময় ১১:৫০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

রোহিত শার্মার দ্বিতীয় সন্তান পৃথিবীর আলোয় চলে এসেছে। এখন আর পরিবারের সঙ্গে তার থাকার জরুরি প্রয়োজনীয়তা দেখছেন না সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় বোর্ডের সাবেক প্রধানের মতে, যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ায় চলে যাওয়া উচিত রোহিতের।

সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্যই দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি রোহিত। পার্থে প্রথম টেস্টে তার খেলার ব্যাপারটি এখনও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।

ধারণা করা হচ্ছিল, রোহিত-রিতিকা দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে ২০ নভেম্বরের আশেপাশে। তবে দিনটি চলে আসে ১৫ নভেম্বরই। পার্থ টেস্ট শুরু আগামী শুক্রবার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এরপরও হয়তো প্রথম টেস্টে খেলবেন না রোহিত। দ্বিতীয় টেস্ট থেকে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় অধিনায়ক।

তবে সৌরভ রেভস্পোর্টজকে বললেন, রোহিতের জায়গায় তিনি থাকলে এখন আর দেরি করতেন না একটুও।

“আশা করব, রোহিত খুব দ্রুতই চলে যাবে (অস্ট্রেলিয়ায়)। কারণ, তার নেতৃত্ব দলের প্রয়োজন। গতকালই (শুক্রবার) তার স্ত্রী বাচ্চার জন্ম দিয়েছে, আমি তাই নিশ্চিত যে, সে (রোহিত) এখন যেতে পারে। যত দ্রুত সম্ভব তার চলে যাওয়া উচিত। তার জায়গায় আমি হলে এটিই করতাম। পার্থ টেস্টে তার খেলা উচিত।”

“ম্যাচ তো সপ্তাহখানেক দূরে এখনও। এটা বড় একটা সিরিজ। এবারের পর আর অস্ট্রেলিয়া সফরে যাওয়া হবে না তার। সে দারুণ এক অধিনায়ক। তার নেতৃত্ব দিয়ে শুরু করা উচিত ভারতের।

রোহিতের এই অনিশ্চয়তাকে ঘিরেই ভারতীয় ক্রিকেটে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই। সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার তো বলেছেন, অনিশ্চয়তা না রেখে সহ-অধিনায়কেই পুরো এই সফরের জন্য অধিনায়ক ঘোষণা করে দিতে। পার্থে রোহিত শেষ পর্যন্ত না খেললে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।

রোহিত অধিনায়কত্ব পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলি বোর্ড সভাপতি থাকার সময়ই। সেই সময়টায় পেছন ফিরে তাকিয়ে সৌরভ বললেন, রোহিতকে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছিল তাকে।

“সে রাজি ছিল না, কারণ অন্যান্য সংস্করণে ভারতের অধিনায়ক ছিল সে। ‘ওয়ার্কলোড’ তাই অনেক বেশি হয়ে যায় বলে বলছিল। তবে আমি এটায় বিশ্বাস করি না। ভারতের অধিনায়ককে টেস্ট অধিনায়ক হতেই হবে। আমি বলেছিলাম, ‘টেস্ট অধিনায়ক না হয়ে নিজের ক্যারিয়ার শেষ করো না।’ অধিনায়ক হিসেবে সে যা অর্জন করেছে, তাতে আমি বিস্মিত নই একদমই।”

১৩ বছর বয়সেই আইপিএলের নিলামে, কে এই বৈভব

আফগানিস্তানের কাছে সিরিজ হারে র‌্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ