চট্টগ্রাম টেস্ট খেলে তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়তে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমন বিষয়ে গণমাধ্যমে খবর চাউর হয়। তবে বিসিবির সাথে কথা না বলে শান্ত অন্য মাধ্যমে এই প্রসঙ্গে বলায় কিছুটা বিরক্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
শান্তর দায়িত্বে থাকা বা না থাকা নিয়ে বুধবার ফারুক আহমেদ বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে খেলোয়াড়দের সচেতন হওয়া দরকার। বাইরে কথা না বলে বিসিবির সাথে কথা বলা উচিত। শান্ত অধিনায়কত্ব কেন করতে চায় না এসব নিয়ে আলোচনা হবে। কাল-পরশুর মধ্যে শান্তর অধিনায়কত্ব নিয়ে আলোচনা হবে।’
‘শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আসলে সিদ্ধান্ত হবে। পত্রিকা পড়ে সিদ্ধান্ত আমি নিতে পারবো না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য যেহেতু দল ঘোষণা দেয় নাই, এখনো সম্ভাবনা আছে।’ যোগ করেন বিসিবি সভাপতি।
অধিনায়ক শান্তর নিয়ম ভাঙার বিষয়ে বলেন, ‘শান্ত সংবাদমাধ্যমে জানিয়ে কোড অব কন্ডাক্ট ভেঙেছে।’
বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের বিষয়েও কথা বলেছেন ফারুক। বলেছেন, ‘আমি চেষ্টা করেছি সাকিব যেন দেশে থেকে অবসর নিতে পারে। যেহেতু সাকিব এমপি ছিল, এখানে আইন-শৃঙ্খলার বিষয় ছিল। সাকিব আসলে বোর্ড নিরাপত্তা দিতো, যেহেতু সে আসে নাই এখানে বোর্ডের কিছু করার নাই।’