ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা জানালেন

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের লাল-সবুজ জার্সিতে দেখা গেছে টাইগার অলরাউন্ডার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে। ভারত সফরের টেস্ট সিরিজ চলাকালীন হুট করেই জানিয়েছিলেন সংক্ষিপ্ততম ফরম্যাটে বাংলাদেশ দলে আর দেখা যাবে না তাকে। কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে দেশের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে আনুষ্ঠানিকভাবে টেস্টের ইতিও টানতে চেয়েছিলেন সাকিব। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে ফিরতে পারেননি মিস্টার সেভেনটি ফাইভ। এবার মুখ খুললেন দলে ফেরা নিয়ে।

সাদা পোশাকে সাকিবকে আর দেখা যাবে কি না তারও নিশ্চয়তা নেই। তবে সাদা বলে যেহেতু ওয়ানডে ফরম্যাটে বিদায় নেননি সাকিব, তাই আগামী বছরে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দেখা যাবে কি না অথবা দেশের জার্সিতে কবে ফিরছেন সাকিব এ নিয়ে রয়েছে জল্পনা-কল্পনা।

দুবাইয়ে আবুধাবি টি-১০ লিগ শুরুর আগের দিন সাংবাদিকের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই। জাতীয় দলে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে অনেকটা হেসেই সাকিব আল হাসান বলেছেন, এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপরেই জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন সাকিব।

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর শেষ হবে আবুধাবি টি-টেন লিগ। আর আগামী ৮ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশের জাতীয় দলের সূচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এখন দেখার বিষয় ক্যারিবিয়ান মুলুকে সাকিব উড়াল দেন কি না।

দেড় যুগ পর আবারও ফিরছে আফ্রো-এশিয়া কাপ!

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা জানালেন

আপডেট সময় ০২:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের লাল-সবুজ জার্সিতে দেখা গেছে টাইগার অলরাউন্ডার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে। ভারত সফরের টেস্ট সিরিজ চলাকালীন হুট করেই জানিয়েছিলেন সংক্ষিপ্ততম ফরম্যাটে বাংলাদেশ দলে আর দেখা যাবে না তাকে। কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে দেশের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে আনুষ্ঠানিকভাবে টেস্টের ইতিও টানতে চেয়েছিলেন সাকিব। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে ফিরতে পারেননি মিস্টার সেভেনটি ফাইভ। এবার মুখ খুললেন দলে ফেরা নিয়ে।

সাদা পোশাকে সাকিবকে আর দেখা যাবে কি না তারও নিশ্চয়তা নেই। তবে সাদা বলে যেহেতু ওয়ানডে ফরম্যাটে বিদায় নেননি সাকিব, তাই আগামী বছরে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দেখা যাবে কি না অথবা দেশের জার্সিতে কবে ফিরছেন সাকিব এ নিয়ে রয়েছে জল্পনা-কল্পনা।

দুবাইয়ে আবুধাবি টি-১০ লিগ শুরুর আগের দিন সাংবাদিকের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই। জাতীয় দলে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে অনেকটা হেসেই সাকিব আল হাসান বলেছেন, এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপরেই জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন সাকিব।

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর শেষ হবে আবুধাবি টি-টেন লিগ। আর আগামী ৮ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশের জাতীয় দলের সূচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এখন দেখার বিষয় ক্যারিবিয়ান মুলুকে সাকিব উড়াল দেন কি না।

দেড় যুগ পর আবারও ফিরছে আফ্রো-এশিয়া কাপ!