আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অতিপ্রয়োজনীয় কিছু সংশোধন করে নির্বাচন দেব। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন বিষয়ে আইন উপদেষ্টার সাংবাদিকদের ব্রিফিং এ কথা জানান।
উপদেষ্টা আসিফ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে। আগামীকাল উপদেষ্টা পরিষদে তোলা হবে।
তিনি আরও বলেন, দুই সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতি নিয়োগে আইন করা হবে।
আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হবে।