গোপালগঞ্জের সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “যারা অন্যায় করছে তারা সবাই গ্রেফতার হবে, কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।”
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মি. চৌধুরী আরও বলেন, “আমরা তো নির্দেশনা দিছি ওইখানে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এইজন্য সব ধরনের প্রি-কশান (পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা) নেওয়া হবে। এখন ওই জায়গায় পরিস্থিতি স্বাভাবিক। যারা অন্যায় করছে তারা গ্রেফতার হবে। কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।”
গোপালগঞ্জের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
বুধবার যে সহিংসতা হয়েছে- এ ধরনের ঘটনার তথ্য ছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, “গোয়েন্দাদের তো তথ্য ছিল। বাট এত পরিমাণে হবে ওই তথ্যটা হয়তো ছিল না।”
আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এনসিপির এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে মি. বলেন, “যার যার বক্তব্য সে সে দেবে।”
উল্লেখ্য, বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ছিল। সেখানে পথসভা শেষ করে ফিরে যাওয়ার সময় এনসিপির গাড়িবহর লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন প্রথমে ১৪৪ ধারা জারি করে। পরে রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করে সরকার।
সংঘর্ষের ঘটনায় চার জনের মৃতদেহ হাসপাতালে আসে বলে বুধবার রাতে জানান গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস।