ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে চতুর্থ ধাপের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ৫৫ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের ৩২তম কমিশন সভা শেষে এ তফসিল ঘোষণা হয়।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে সাড়ে ৩টায় সভাটি অনুষ্ঠিত হয়। পরে মো. জাহাংগীর আলম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন।
মো. জাহাংগীর বলেন, এ ধাপে দুই উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। আর বাকি ৫৩ উপজেলায় ব্যালটে।
এর আগে উপজেলা নির্বাচনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় ধাপের ১৬০ উপজেলার ভোট গ্রহণ করা হবে ২১ মে। আর তৃতীয় ধাপের ১১২ টি উপজেলার নির্বাচন আগামী ২৯ মে হবে।
আরো পড়ুন : বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি