সোমালিয়ার জলদস্যুদের হাতে অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে চলতি মাসেই উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহণ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে কাজ চলছে। পুরো পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আশা করি আমরা ২৩ জন জিম্মিকে নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হব।
ক্রুদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নৌপরিবহণ অধিদপ্তর তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন। ঈদুল ফিতরের আগেই তাদের ফিরিয়ে আনার টার্গেট ছিল আমাদের। আমরা আমাদের টার্গেট মিস করেছি। আশা করছি খুব শিগগিরই তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে, তবে নৌপরিবহণ বিভাগও কাজ করছে বলে জানান খালিদ মাহমুদ।
আরো পড়ুন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট