ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস ভবিষ্যৎ করণীয় নিয়ে যুগপৎ সঙ্গীদের সাথে আলোচনায় বিএনপি হামজার পর এবার আসছেন কানাডার সামিত সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

বিতর্কিত তিনজনকে বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তদের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এতে আগের তালিকায় থাকা বিতর্কিত তিনজন—মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ বাদ পড়েছেন। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৩ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়। তালিকায় ১০ জনের নাম ছিল। পরে ২৫ জানুয়ারি সেই তালিকা স্থগিত করা হয়। বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়, নাম থাকা কারও কারও বিষয়ে ‘কিছু অভিযোগ আসায়’ তালিকাটি স্থগিত করা হলো।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘সম্প্রতি পুরস্কার ঘোষণা করা হলে নানা মহল থেকে আলোচনা হয়। এরপর বিষয়টি আমরা আমলে নিয়ে তালিকাটি সাময়িক স্থগিত করেছি। তালিকাটি আমরা রিভিউ করব, যদি কারও বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড বা ইন্ধনের অভিযোগ প্রমাণিত হয় বা গণবিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে; তাহলে তার নাম তালিকা থেকে বাদ যাবে।’

তিন কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর পুরস্কারের তালিকাটি পুনঃপ্রকাশের সিদ্ধান্তের কথা জানায় বাংলা একাডেমি। সেই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে নতুন তালিকা প্রকাশ করা হয়।

২৩ জানুয়ারি ঘোষণা করা তালিকায় মোহাম্মদ হাননানকে মুক্তিযুদ্ধ এবং ফারুক নওয়াজকে শিশুসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। আর কথাসাহিত্যিক সেলিম মোরশেদকে কথাসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

গতকাল বুধবার অনুষ্ঠিত সভায় গৃহীত চূড়ান্ত তালিকা অনুযায়ী, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তরা হলেন—মাসুদ খান (কবিতা), শুভাশিস সিনহা (নাটক ও নাট্যসাহিত্য), সলিমুল্লাহ খান (প্রবন্ধ/গদ্য), জি এইচ হাবীব (অনুবাদ), মুহম্মদ শাহজাহান মিয়া (গবেষণা), রেজাউর রহমান (বিজ্ঞান) ও সৈয়দ জামিল আহমেদ (ফোকলোর)।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

বিতর্কিত তিনজনকে বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ

আপডেট সময় ১১:৪৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তদের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এতে আগের তালিকায় থাকা বিতর্কিত তিনজন—মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ বাদ পড়েছেন। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৩ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়। তালিকায় ১০ জনের নাম ছিল। পরে ২৫ জানুয়ারি সেই তালিকা স্থগিত করা হয়। বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়, নাম থাকা কারও কারও বিষয়ে ‘কিছু অভিযোগ আসায়’ তালিকাটি স্থগিত করা হলো।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘সম্প্রতি পুরস্কার ঘোষণা করা হলে নানা মহল থেকে আলোচনা হয়। এরপর বিষয়টি আমরা আমলে নিয়ে তালিকাটি সাময়িক স্থগিত করেছি। তালিকাটি আমরা রিভিউ করব, যদি কারও বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড বা ইন্ধনের অভিযোগ প্রমাণিত হয় বা গণবিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে; তাহলে তার নাম তালিকা থেকে বাদ যাবে।’

তিন কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর পুরস্কারের তালিকাটি পুনঃপ্রকাশের সিদ্ধান্তের কথা জানায় বাংলা একাডেমি। সেই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে নতুন তালিকা প্রকাশ করা হয়।

২৩ জানুয়ারি ঘোষণা করা তালিকায় মোহাম্মদ হাননানকে মুক্তিযুদ্ধ এবং ফারুক নওয়াজকে শিশুসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। আর কথাসাহিত্যিক সেলিম মোরশেদকে কথাসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

গতকাল বুধবার অনুষ্ঠিত সভায় গৃহীত চূড়ান্ত তালিকা অনুযায়ী, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তরা হলেন—মাসুদ খান (কবিতা), শুভাশিস সিনহা (নাটক ও নাট্যসাহিত্য), সলিমুল্লাহ খান (প্রবন্ধ/গদ্য), জি এইচ হাবীব (অনুবাদ), মুহম্মদ শাহজাহান মিয়া (গবেষণা), রেজাউর রহমান (বিজ্ঞান) ও সৈয়দ জামিল আহমেদ (ফোকলোর)।