ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক পরিচয়ে নয়, শৃঙ্খলাভঙ্গে ২৫২ এসআইকে অব্যাহতি : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক পরিচয়ে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের শূন্যপদ পূরণে নতুন নিয়োগ দেওয়া হবে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রাজনৈতিক পরিচয় নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গে কাকে কোন দায়ে অব্যাহতি দেওয়া হয়েছে, তা পুলিশ একাডেমি জানে। নতুন নিয়োগের মাধ্যমে এসব পদ পূরণ করা হবে।’

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছে। যেকোনো দাবির বিষয়ে সরকার যে কমিটি করেছে, সে কমিটির সঙ্গে আলোচনা করতে হবে।’

এ সময় শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা আবারও কোনো অপরাধে জড়িয়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। লুট করা অস্ত্রের ৮০ শতাংশ ইতোমধ্যে উদ্ধার হয়েছে।’

আসন্ন বিশ্ব ইজতেমা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইজতেমা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি তাবলীগের দুই গ্রুপ নিজেরা সমাধান করতে পারলে ভালো।’ তবে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান না হলে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাও সাহায্য করতে পারেন বলেও জানান।

 

চাকরি হারাবেন প্রশিক্ষণরত ২৫২ এসআই

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজনৈতিক পরিচয়ে নয়, শৃঙ্খলাভঙ্গে ২৫২ এসআইকে অব্যাহতি : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক পরিচয়ে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের শূন্যপদ পূরণে নতুন নিয়োগ দেওয়া হবে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রাজনৈতিক পরিচয় নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গে কাকে কোন দায়ে অব্যাহতি দেওয়া হয়েছে, তা পুলিশ একাডেমি জানে। নতুন নিয়োগের মাধ্যমে এসব পদ পূরণ করা হবে।’

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছে। যেকোনো দাবির বিষয়ে সরকার যে কমিটি করেছে, সে কমিটির সঙ্গে আলোচনা করতে হবে।’

এ সময় শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা আবারও কোনো অপরাধে জড়িয়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। লুট করা অস্ত্রের ৮০ শতাংশ ইতোমধ্যে উদ্ধার হয়েছে।’

আসন্ন বিশ্ব ইজতেমা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইজতেমা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি তাবলীগের দুই গ্রুপ নিজেরা সমাধান করতে পারলে ভালো।’ তবে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান না হলে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাও সাহায্য করতে পারেন বলেও জানান।

 

চাকরি হারাবেন প্রশিক্ষণরত ২৫২ এসআই