শান্তি, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মন্ত্রে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ মেলাতে আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর স্থান বাংলাদেশে নেই।
শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করতে বঙ্গভবনে এমন আয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ভ্রাতৃত্বের নির্মল আনন্দ ভাগ করে নেন রাষ্ট্রপ্রধান। কুশল বিনিময়ের মাধ্যমে নাগরিকের সাথে একাত্মতা প্রকাশ করেন।
সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের বানী। রাষ্ট্রপতির ভাষণেও উঠে আসে সেই সম্প্রীতির মেলবন্ধনের আহবান।
নতুন ধারা প্রবর্তনে তরুনদের সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি। বাঙালি এক ও অভিন্ন সত্ত্বা উল্লেখ করে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অক্ষুন্ন রাখার তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। সারাবিশ্ব ছড়িয়ে পড়ুক বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। এমন কথাও শোনান রাষ্ট্রপতি।
আরো পড়ুন :
এমন দেশ গড়তে চাই, যেখানে সব সম্প্রদায়ের সমান অধিকার থাকবে : প্রধান উপদেষ্টা