প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে ৩০ শতাংশ ভোটকে কখনোই উৎসাহব্যঞ্জক মনে করি না।’
আজ মঙ্গলবার (২১ মে) বিকেল রাজধানীর আগারগাঁওয়ের নিজ কার্যালয়ের সামনে বিকেল পাঁচটার সময় ভোট শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় সিইসি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে হয়েছে। নির্বাচনে উপস্থিতির যে হার, এ পর্যন্ত আমরা পেয়েছি; সেটা ৩০ শতাংশ প্লাস হতে পারে। তবে, সঠিক নির্ভুল তথ্য হয়তো আপনারা আগামীকাল জানতে পাবেন।’
ভোট কম পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, একটা বড় প্রধানতম কারণ হতে পারে যে, দেশের একটা বড় রাজনৈতিক দল; তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে। জনগণকে ভোট প্রদানে নিরুৎসাহিত করেছে। যেকোনো গণতান্ত্রিক চর্চায় এ ধরনের ব্যাপার হতেই পারে। পক্ষ-বিপক্ষ থাকতে পারে। তবে আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই। সংকট হচ্ছে রাজনৈতিক।
সিইসি বলেন, আমি মনে করি রাজনীতি যদি আরও সুষ্ঠু ধারায় প্রবাহিত হয়, আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার সমস্যা; এগুলো কাটিয়ে উঠবে। যেকোনো গণতান্ত্রিক দেশের যারা ভোটার, তাদের সুশাসন বুঝতে হবে। নিজেই নিজেকে শাসন করবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। এটা হচ্ছে সচেতনতা। এটা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা আশা করি, রাজনীতিতে সংকট রয়েছে, তা একটা সময় কাটিয়ে ওঠা যাবে। সুষ্ঠু ধারায় দেশের সামগ্রিক রাজনীতি প্রবাহিত হবে। ভোটাররা উৎসাহিত হবে। ভোট আরও উৎসাহব্যাঞ্জক পরিবেশে অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন : সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশ ধ্বংস করবেন না : প্রধানমন্ত্রী