ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আসিফের গানের মডেল হচ্ছেন সেই সিঁথি

কোটা সংস্কার আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকায় দেখা গিয়েছিলো তাকে। সাহসী ভূমিকার জন্য তার নামের আগে কুইন, বাঘিনী, আয়রন লেডি-র মতো বিশেষণ জুড়ে দিয়েছেন কেউ কেউ!

তবে গেল আগস্টের মাঝামাঝিতে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নতুন করে আসেন আলোচনায়! যার কথা বলা হচ্ছে, তিনি ফারজানা সিঁথি!

যাকে এবার পাওয়া যাবে অন্যরকম ভূমিকায়! গায়ক আসিফ আকবরের নতুন গানের মডেল হতে যাচ্ছেন ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী। তার সঙ্গে সেই গানেই মডেল হিসেবে দেখা যাবে ফারজানা সিঁথিকে!

গায়ক হিসেবে শেখ সাদী বেশ জনপ্রিয়। এবারই প্রথম তিনি অন্যের গানের মডেল হতে যাচ্ছেন। চ্যানেল আই অনলাইনকে সাদী বলেন, আসিফ ভাই সোমবার বললেন অফিসে এসো। তারপর উনি এই কাজটি করতে বললেন। উনি আমার কাছে লিজেন্ড। তার গানের মডেল হতে পারবো এটা আমার জন্য সম্মানের। আমার সঙ্গে যিনি থাকবেন তার সঙ্গে আসিফ ভাইয়ের অফিসেই দেখা হলো প্রথম। আশা করছি ভালো কিছু হবে।

নতুন এগানের কথাগুলো এমন, আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাডা আজ সব অচেনা।

গানটির সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত‍্য মূখার্জী ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

জানা যায়, গানটি বাংলা ও হিন্দি দুই ভাষাতেই হবে। গানের ভিডিও নির্মাণ করবেন সৌমিত্র ঘোষ ইমন।

আসিফ আকবর জানান, নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন‍্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুর এ। গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।

 

৩৮৭ কোটির ফিল্ম সিটি থেকে বাদ যাচ্ছে ‘বঙ্গবন্ধু’ নাম

পরিচালককে ভক্তদের গালি : শাকিব বলছেন, ও ডিজার্ভ করে

ফ্যাসিস্টরা টিকে গেলে মৃত্যু অথবা জেল অপেক্ষা করছিলো: ফারুকী

সালমানের পর এ বার হুমকি এলো শাহরুখের

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আসিফের গানের মডেল হচ্ছেন সেই সিঁথি

আপডেট সময় ১২:২১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

কোটা সংস্কার আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকায় দেখা গিয়েছিলো তাকে। সাহসী ভূমিকার জন্য তার নামের আগে কুইন, বাঘিনী, আয়রন লেডি-র মতো বিশেষণ জুড়ে দিয়েছেন কেউ কেউ!

তবে গেল আগস্টের মাঝামাঝিতে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নতুন করে আসেন আলোচনায়! যার কথা বলা হচ্ছে, তিনি ফারজানা সিঁথি!

যাকে এবার পাওয়া যাবে অন্যরকম ভূমিকায়! গায়ক আসিফ আকবরের নতুন গানের মডেল হতে যাচ্ছেন ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী। তার সঙ্গে সেই গানেই মডেল হিসেবে দেখা যাবে ফারজানা সিঁথিকে!

গায়ক হিসেবে শেখ সাদী বেশ জনপ্রিয়। এবারই প্রথম তিনি অন্যের গানের মডেল হতে যাচ্ছেন। চ্যানেল আই অনলাইনকে সাদী বলেন, আসিফ ভাই সোমবার বললেন অফিসে এসো। তারপর উনি এই কাজটি করতে বললেন। উনি আমার কাছে লিজেন্ড। তার গানের মডেল হতে পারবো এটা আমার জন্য সম্মানের। আমার সঙ্গে যিনি থাকবেন তার সঙ্গে আসিফ ভাইয়ের অফিসেই দেখা হলো প্রথম। আশা করছি ভালো কিছু হবে।

নতুন এগানের কথাগুলো এমন, আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাডা আজ সব অচেনা।

গানটির সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত‍্য মূখার্জী ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

জানা যায়, গানটি বাংলা ও হিন্দি দুই ভাষাতেই হবে। গানের ভিডিও নির্মাণ করবেন সৌমিত্র ঘোষ ইমন।

আসিফ আকবর জানান, নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন‍্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুর এ। গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।

 

৩৮৭ কোটির ফিল্ম সিটি থেকে বাদ যাচ্ছে ‘বঙ্গবন্ধু’ নাম

পরিচালককে ভক্তদের গালি : শাকিব বলছেন, ও ডিজার্ভ করে

ফ্যাসিস্টরা টিকে গেলে মৃত্যু অথবা জেল অপেক্ষা করছিলো: ফারুকী

সালমানের পর এ বার হুমকি এলো শাহরুখের