প্রেম এবং অপরাধ জগতের গল্প নিয়ে পরিচালক ভিকি জাহেদ নিয়ে আসছেন ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’। ওই সিনেমায় প্রথমবারের মত ভিকির সঙ্গী হয়েছেন অভিনেতা মোশাররফ করিম।
ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরি মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেইলার।
প্রায় তিন মিনিট দৈর্ঘ্যের ওই ট্রেইলারে দেখা গেছে, স্ত্রী-সন্তান ও অসুস্থ মাকে গ্রামের বাড়িতে রেখে শহরে কাজ করতে আসেন মুকুল। গ্রামে নিয়ম করে যাতায়াত করা না হলেও প্রতি মাসে সংসারে টাকা পাঠায় সে। তবে হঠাৎ করে মুকুলের পাঠানো টাকার পরিমাণ কমতে থাকে।
এদিকে, শহরের এক মেয়ের প্রেমে পড়ে যায় মুকুল, আরেকটি বিয়ের চিন্তা মাথায় আসে তার।
ট্রেইলারে বলতে শোনা যায়, “একটা কথা মনে রাখবেন ক্ষমতাবানদের সঙ্গে বন্ধুত্ব যতটা মিঠা এর থেকে শত্রুতা অনেক বেশি তিতা।”
এই শত্রুতাই একসময় অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে ফেলে মুকুলকে।
মুকুল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম; তার স্ত্রী রুমালি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।
সিনেমাটি নিয়ে ভিকি জাহেদ গ্লিটজকে বলেন, “এই কাজটি আমার অন্য কাজের চেয়ে কিছুটা ভিন্ন। ভালোবাসার গল্প, ভালোবাসা তো কয়েক ধরনের হয় এই গল্পে ভালোবাসার অন্ধকার দিক তুলে ধরা হয়েছে।
“পাশাপাশি শহরের সঙ্গে গ্রামের প্রেক্ষাপটও উঠে এসেছে। বছরের শেষ কাজ হিসেবে বলা যায়, এই কাজটিও দর্শকের পছন্দ হবে।”
অভিনয়শিল্পীদের নিয়ে এই নির্মাতা বলেন, “মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করাটাও অনেকটা স্বপ্নের মত। ছোট থেকেই তার কাজ দেখে বড় হওয়া। এখানে সব জ্যেষ্ঠ শিল্পীদের নিয়ে কাজ করেছি। তারা দারুণ কাজ করেছে।”
‘অন্ধকারের গান’ সিনেমায় আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমিসহ অনেকে।