ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস ভবিষ্যৎ করণীয় নিয়ে যুগপৎ সঙ্গীদের সাথে আলোচনায় বিএনপি হামজার পর এবার আসছেন কানাডার সামিত সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার

চয়নিকার সিনেমায় দেবকে নায়ক হিসেবে চান , নায়িকা কে হবেন?

  • বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় ০১:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • 96

২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষবেলায়’ টেলি-নাটকের পরিচালনা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন চয়নিকা চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় কাহিনীকারও তিনি। সেই থেকে শুরু। এবার পরিচালনার ২৪ বছরে পা দিলেন তিনি। দুই যুগের পরিচালনায় তার ঝুলিতে চারশোরও বেশি নাটক ও তিনটি চলচ্চিত্র। শিগগিরিই শুরু করবেন চতুর্থ সিনেমা ‘সখা সোলমেট’-এর শুটিং।

গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সামাজিক মাধ্যমে নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ করে বেশ আপ্লুত হন চয়নিকা চৌধুরী। তার পরিচালনার জীবনের শুরুটা কেমন ছিল, কারা সঙ্গে ছিলেন, কেমন ছিল সময়টি – পেছনে থাকা সব গল্পগুলো তুলে ধরেন চয়নিকা।

বিষয়টি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের নজরে আসলে সেখানে বিষয়টি খোলাসা করেন চয়নিকা চৌধুরী। তিনি জানান, তার ছাত্রদশা এখনও ঘোচেনি। প্রথম দিকে খুব লড়াই করতে হয়েছে তাকে। একেতো নারী পরিচালক, তার উপরে আনকোরা। তাঁর প্রথম নাটকে তাই কোনো নায়ক অভিনয় করতে চাননি! তিনি অবশ্য সেই অনুভূতি ধরে রাখেননি। তবে শিক্ষা নিয়েছেন এই ঘটনা থেকে। এই ধরনের লড়াই তাঁকে আরও জেদি করেছে। তিনি পেশাজীবনকে আরও আঁকড়ে ধরেছেন।

চয়নিকার কাছে প্রশ্ন করা হয়, টলিউডে এসে বাংলা সিনেমা পরিচালনা করবেন কী না? করলে নায়ক-নায়িকা হবেন কে? চয়নিকা উচ্ছ্বসিত হন নায়ক দেবকে নিয়ে। তাঁর কথায়, ‘টলিউডে আমার পছন্দের একগুচ্ছ মানুষ আছেন। সব সময়ের প্রিয় উত্তমকুমার-সুচিত্রা সেনের সিনেমা। ভাল লাগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রেখা, কাজল, মাধুরী দীক্ষিতকে। কিন্তু, দেবকে কী যে ভাল লাগে! ওঁর মধ্যে নায়কের সমস্ত গুণ রয়েছে। খুব আপন মনে হয় ওঁকে। দেবকে নিয়ে একটা প্রেমের সিনেমা বানানোর স্বপ্ন দেখি। লোকে বলে, আমি নাকি প্রেমের গল্প খুব ভাল বানাতে পারি।’

তিনি এর আগে টলিউডে যৌথ পরিচালনার ডাক পেয়েছিলেন। তখন ব্যস্ততার কারণে সাড়া দিতে পারেননি। এবার তিনি একা একটি সিনেমা পরিচালনা করতে চান। দেবের বিপরীতে বেছে নিতে পারেন তাঁর দুই ‘মানসকন্যা’ পরীমণি কিংবা বুবলীকে। তাঁর কথায়, ‘আমার প্রথম মেয়ে যেমন দেখতে, তেমনই মিষ্টি স্বভাবের। দ্বিতীয় জন দুর্দান্ত পেশাদার।’

দীর্ঘ পথ পেরিয়ে চয়নিকা বুঝতে শিখেছেন, কিছু মানুষ চলার পথে বিশ্বাসঘাতকতা করতে পারে। কিন্তু, কাজ কখনও বিশ্বাসঘাতকতা করে না। আজীবন সঙ্গে থেকে যায়। দীর্ঘদিন থেকে যায় মানুষের অন্তরে।

আরো পড়ুন :

ভারত যেতে পারছেন না পরী-ফারিণ বাংলাদেশে আসতে পারছেন না ঋতুপর্ণা-স্বস্তিকা, 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য হলেন যারা

ফিফা ভেরিফায়েড রিলসে চিরকুট!

রাফির ‘ব্ল্যাক মানি’তে তানজিন তিশা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চয়নিকার সিনেমায় দেবকে নায়ক হিসেবে চান , নায়িকা কে হবেন?

আপডেট সময় ০১:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষবেলায়’ টেলি-নাটকের পরিচালনা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন চয়নিকা চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় কাহিনীকারও তিনি। সেই থেকে শুরু। এবার পরিচালনার ২৪ বছরে পা দিলেন তিনি। দুই যুগের পরিচালনায় তার ঝুলিতে চারশোরও বেশি নাটক ও তিনটি চলচ্চিত্র। শিগগিরিই শুরু করবেন চতুর্থ সিনেমা ‘সখা সোলমেট’-এর শুটিং।

গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সামাজিক মাধ্যমে নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ করে বেশ আপ্লুত হন চয়নিকা চৌধুরী। তার পরিচালনার জীবনের শুরুটা কেমন ছিল, কারা সঙ্গে ছিলেন, কেমন ছিল সময়টি – পেছনে থাকা সব গল্পগুলো তুলে ধরেন চয়নিকা।

বিষয়টি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের নজরে আসলে সেখানে বিষয়টি খোলাসা করেন চয়নিকা চৌধুরী। তিনি জানান, তার ছাত্রদশা এখনও ঘোচেনি। প্রথম দিকে খুব লড়াই করতে হয়েছে তাকে। একেতো নারী পরিচালক, তার উপরে আনকোরা। তাঁর প্রথম নাটকে তাই কোনো নায়ক অভিনয় করতে চাননি! তিনি অবশ্য সেই অনুভূতি ধরে রাখেননি। তবে শিক্ষা নিয়েছেন এই ঘটনা থেকে। এই ধরনের লড়াই তাঁকে আরও জেদি করেছে। তিনি পেশাজীবনকে আরও আঁকড়ে ধরেছেন।

চয়নিকার কাছে প্রশ্ন করা হয়, টলিউডে এসে বাংলা সিনেমা পরিচালনা করবেন কী না? করলে নায়ক-নায়িকা হবেন কে? চয়নিকা উচ্ছ্বসিত হন নায়ক দেবকে নিয়ে। তাঁর কথায়, ‘টলিউডে আমার পছন্দের একগুচ্ছ মানুষ আছেন। সব সময়ের প্রিয় উত্তমকুমার-সুচিত্রা সেনের সিনেমা। ভাল লাগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রেখা, কাজল, মাধুরী দীক্ষিতকে। কিন্তু, দেবকে কী যে ভাল লাগে! ওঁর মধ্যে নায়কের সমস্ত গুণ রয়েছে। খুব আপন মনে হয় ওঁকে। দেবকে নিয়ে একটা প্রেমের সিনেমা বানানোর স্বপ্ন দেখি। লোকে বলে, আমি নাকি প্রেমের গল্প খুব ভাল বানাতে পারি।’

তিনি এর আগে টলিউডে যৌথ পরিচালনার ডাক পেয়েছিলেন। তখন ব্যস্ততার কারণে সাড়া দিতে পারেননি। এবার তিনি একা একটি সিনেমা পরিচালনা করতে চান। দেবের বিপরীতে বেছে নিতে পারেন তাঁর দুই ‘মানসকন্যা’ পরীমণি কিংবা বুবলীকে। তাঁর কথায়, ‘আমার প্রথম মেয়ে যেমন দেখতে, তেমনই মিষ্টি স্বভাবের। দ্বিতীয় জন দুর্দান্ত পেশাদার।’

দীর্ঘ পথ পেরিয়ে চয়নিকা বুঝতে শিখেছেন, কিছু মানুষ চলার পথে বিশ্বাসঘাতকতা করতে পারে। কিন্তু, কাজ কখনও বিশ্বাসঘাতকতা করে না। আজীবন সঙ্গে থেকে যায়। দীর্ঘদিন থেকে যায় মানুষের অন্তরে।

আরো পড়ুন :

ভারত যেতে পারছেন না পরী-ফারিণ বাংলাদেশে আসতে পারছেন না ঋতুপর্ণা-স্বস্তিকা, 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য হলেন যারা

ফিফা ভেরিফায়েড রিলসে চিরকুট!

রাফির ‘ব্ল্যাক মানি’তে তানজিন তিশা