নির্মাতা রায়হান রাফি ‘ব্ল্যাক মানি’ শিরোনামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। যেটির প্রযোজনা প্রতিষ্ঠান ওটিটি প্লাটফর্ম বঙ্গ। এই সিরিজের আনুষ্ঠিক ঘোষণা আসছে আজ।
এর আগে গেল ১০ সেপ্টেম্বর জানিয়েছিল, রাফির ‘ব্ল্যাক মানি’তে নায়িকা হচ্ছেন তানজিন তিশা। এই খবর প্রকাশ্যে আসার পর, মিডিয়া পাড়ায় রাফির সঙ্গে তানজিন তিশার প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কের অধ্যায় চুকে যাওয়ার পর যদিও গণমাধ্যমে তিশার সঙ্গে প্রেম প্রসঙ্গে রাফি বলেছেন, ‘এটি স্রেফ গুজব।’
তবে নতুন খবর হচ্ছে, প্রেমের গুঞ্জনের পর তানজিন তিশার সঙ্গে সিরিজটি না করার সিদ্ধান্ত নিয়েছেন রাফি। সেখানে যুক্ত করেছেন চিত্রনায়িকা পূজা চেরিকে।
বঙ্গর একটি সূত্র জানিয়েছে, তানজিন তিশার সঙ্গে মৌখিকভাবে সবকিছুই চূড়ান্ত ছিল। তবে পরিচালকের চাওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে।
ক্যারিয়ার শুরুর দিকে রায়হান রাফির সঙ্গে পূজা চেরি পরপর দুটি সিনেমায় অভিনয় করেছেন। আগামীতে রাফির আরও এক ওয়েব ফিল্মে দেখা যাবে পূজাকে।
‘ব্ল্যাক মানি’ প্রসঙ্গে এর আগে গণমাধ্যমকে রাফি জানিয়েছিলেন, সিরিজটি দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গর সঙ্গে তাঁর প্রথম কাজ হতে যাচ্ছে। সাধারণত তিনি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করেন, এটি তা থেকে অনেকটাই ভিন্ন। প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন ধরনের এ রকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে তিনি অনেক আনন্দিত।
‘ব্ল্যাক মানি’ ওয়েব ফিল্মে চিত্রনায়ক রুবেলের কাজ করার কথাও শোনা যাচ্ছে। তবে সে সব আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে জানাতে চান পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান।
বাংলাদেশ জাস্টিস পার্টি নামে রাজনৈতিক সংগঠন করলেন অভিনেতা সোহেল রানা