ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দশ দিন আগেই শেষ মেহজাবীনের সিনেমার টিকেট

টরন্টো চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ সিনেমাটির চারটি প্রদর্শনী হবে। এর মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে প্রথম দিনের প্রিমিয়ারের সব টিকেট

কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯তম আসরে প্রিমিয়ার হতে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। উৎসবে সিনেমাটির চারটি প্রদর্শনী হবে।

এর মধ্যেই বিক্রি হয়ে গেছে প্রথম দিনের প্রিমিয়ারের সব টিকেট।

প্রদর্শনীর প্রায় দশ দিন আগেই সিনেমার টিকেট বিক্রি হয়ে যাওয়ার ঘটনায় আনন্দের পাশাপাশি বেশ অবাকও হয়েছেন সিনেমার পরিচালক মাকসুদ হোসেন।

তিনি বলেন, “আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিনে উৎসব, ‘সাবা’ সিনেমার প্রথম দিনের শো হবে ৭ সেপ্টেম্বর। উৎসবের টিআইএফএফের সাইট থেকে জানিয়ে দেওয়া হয়েছিল অগাস্টের ২৬ তারিখে সিনেমার টিকেটের জন্য লিংক ওপেন করে দিবে। টিকেট খুব লিমিটেড ছিল, একজন ব্যক্তি চারটার বেশি টিকেট নিতে পারবে না।

“যেহেতু টিকেট স্বল্প তাই আমরা পুরো টিম অপেক্ষায় ছিলাম টিকেট ছাড়ার সাথে সাথেই যেন যে যার জায়গা থেকেই টিকেট কাটতে পারি। কিন্তু লিংক ওপেন করে দেওয়ার পরেই লক্ষ্য করি খুব দ্রুত টিকেট বিক্রি হয়ে যাচ্ছে। আমরা আমাদের অতিথিদের জন্য যে টিকিট কিনতে চাচ্ছিলাম সেটাও কিনতে পাচ্ছিলাম না। প্রায় আধা ঘণ্টার মধ্যে আমাদের প্রথম দিনের প্রিমিয়ারের সব টিকেট বিক্রি হয়ে গেল। এই ঘটনায় আমরা সবাই খুব বিস্মিত হয়েছি,” বলছিলেন মাকসুদ।

বাংলাদেশের সিনেমা ‘সাবা’ নিয়ে টরন্টো যাত্রা এবং এই সাড়া পাওয়ার ব্যাপারটা বেশ গর্বের জানিয়ে মাকসুদ বলেন, “এটা খুবই খুশির ব্যাপার, বাংলাদেশের একটি সিনেমা টরন্টোর এমন বড় একটা উৎসবে দর্শক দেখতে চাচ্ছে। এত দ্রুত টিকেট বিক্রি হয়ে যাবে সেটা কখনো কল্পনাও করিনি। আমার টিম, অভিনয় শিল্পী সবার কাছে এটা বিস্ময়ের এবং আনন্দের ব্যাপার।

“এই উৎসবে আরও অনেক দেশের সিনেমা দেখাবে, আরও অনেক বড় বড় সিনেমা দেখাবে। সেই জায়গা থেকে আমাদের সিনেমার টিকেট সব বিক্রি হয়ে গেছে, বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবং গর্বের বিষয়।”

উৎসবে ‘সাবা’ সিনেমার চারটি প্রদর্শনী হবে জানিয়ে পরিচালক বলেন, “৭ সেপ্টেম্বর টরন্টোর স্থানীয় সময় ৭টা ৪৫ মিনিটে সিনেমাটির প্রথম প্রিমিয়ার শো হবে। পরের দিন ৮ সেপ্টেম্বর সকালে আরেকটি শো হবে। যেটি শুধু আমন্ত্রিত সাংবাদিক, নির্মাতা ও শিল্পীদের জন্য। একই দিনে রাতে ৯টায় দ্বিতীয় পাবলিক স্ক্রিনিং হবে।

“৮ তারিখ রাতের শোয়ের টিকেটও প্রায় বিক্রি হয়ে গেছে। অল্প কিছু সংখ্যক ছিল টিকেট ছিল। সেটাও হয়তো বিক্রি হয়ে যাবে। এরপর সিনেমাটি আবার দেখানো হবে ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশি দর্শক যারা প্রথম দুই দিনের শোয়ের টিকেট পাননি, তাদেরকে শেষ দিনের টিকেট নিতে বলেছি।”

উৎসবে অংশ নিতে ২৯ অগাস্ট ঢাকা ছাড়ছেন পরিচালক। সিনেমার অভিনয়শিল্পী মেহজাবীন ও মোস্তফা মনোয়ার কানাডায় পৌঁছাবেন উৎসবের একদিন আগে ৪ সেপ্টেম্বর।

‘সাবা’ সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। মা-মেয়ের সম্পর্কের মধ্যে আবির্ভাব ঘটে অঙ্কুর নামের এক তরুণের, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়।

সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।

মাকসুদ বলেন, “আমরা এ বছর টরেন্টো উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার করছি, এই বছরটা বিভিন্ন উৎসবে সিনেমাটি নিয়ে ঘুরে বেড়াব। তারপর বাংলাদেশের মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।”

আরও পড়ুন : ‘মুজিব’ সিনেমার খরচের হিসাব চান বাঁধন

 

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দশ দিন আগেই শেষ মেহজাবীনের সিনেমার টিকেট

আপডেট সময় ০১:০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

টরন্টো চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ সিনেমাটির চারটি প্রদর্শনী হবে। এর মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে প্রথম দিনের প্রিমিয়ারের সব টিকেট

কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯তম আসরে প্রিমিয়ার হতে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। উৎসবে সিনেমাটির চারটি প্রদর্শনী হবে।

এর মধ্যেই বিক্রি হয়ে গেছে প্রথম দিনের প্রিমিয়ারের সব টিকেট।

প্রদর্শনীর প্রায় দশ দিন আগেই সিনেমার টিকেট বিক্রি হয়ে যাওয়ার ঘটনায় আনন্দের পাশাপাশি বেশ অবাকও হয়েছেন সিনেমার পরিচালক মাকসুদ হোসেন।

তিনি বলেন, “আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিনে উৎসব, ‘সাবা’ সিনেমার প্রথম দিনের শো হবে ৭ সেপ্টেম্বর। উৎসবের টিআইএফএফের সাইট থেকে জানিয়ে দেওয়া হয়েছিল অগাস্টের ২৬ তারিখে সিনেমার টিকেটের জন্য লিংক ওপেন করে দিবে। টিকেট খুব লিমিটেড ছিল, একজন ব্যক্তি চারটার বেশি টিকেট নিতে পারবে না।

“যেহেতু টিকেট স্বল্প তাই আমরা পুরো টিম অপেক্ষায় ছিলাম টিকেট ছাড়ার সাথে সাথেই যেন যে যার জায়গা থেকেই টিকেট কাটতে পারি। কিন্তু লিংক ওপেন করে দেওয়ার পরেই লক্ষ্য করি খুব দ্রুত টিকেট বিক্রি হয়ে যাচ্ছে। আমরা আমাদের অতিথিদের জন্য যে টিকিট কিনতে চাচ্ছিলাম সেটাও কিনতে পাচ্ছিলাম না। প্রায় আধা ঘণ্টার মধ্যে আমাদের প্রথম দিনের প্রিমিয়ারের সব টিকেট বিক্রি হয়ে গেল। এই ঘটনায় আমরা সবাই খুব বিস্মিত হয়েছি,” বলছিলেন মাকসুদ।

বাংলাদেশের সিনেমা ‘সাবা’ নিয়ে টরন্টো যাত্রা এবং এই সাড়া পাওয়ার ব্যাপারটা বেশ গর্বের জানিয়ে মাকসুদ বলেন, “এটা খুবই খুশির ব্যাপার, বাংলাদেশের একটি সিনেমা টরন্টোর এমন বড় একটা উৎসবে দর্শক দেখতে চাচ্ছে। এত দ্রুত টিকেট বিক্রি হয়ে যাবে সেটা কখনো কল্পনাও করিনি। আমার টিম, অভিনয় শিল্পী সবার কাছে এটা বিস্ময়ের এবং আনন্দের ব্যাপার।

“এই উৎসবে আরও অনেক দেশের সিনেমা দেখাবে, আরও অনেক বড় বড় সিনেমা দেখাবে। সেই জায়গা থেকে আমাদের সিনেমার টিকেট সব বিক্রি হয়ে গেছে, বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবং গর্বের বিষয়।”

উৎসবে ‘সাবা’ সিনেমার চারটি প্রদর্শনী হবে জানিয়ে পরিচালক বলেন, “৭ সেপ্টেম্বর টরন্টোর স্থানীয় সময় ৭টা ৪৫ মিনিটে সিনেমাটির প্রথম প্রিমিয়ার শো হবে। পরের দিন ৮ সেপ্টেম্বর সকালে আরেকটি শো হবে। যেটি শুধু আমন্ত্রিত সাংবাদিক, নির্মাতা ও শিল্পীদের জন্য। একই দিনে রাতে ৯টায় দ্বিতীয় পাবলিক স্ক্রিনিং হবে।

“৮ তারিখ রাতের শোয়ের টিকেটও প্রায় বিক্রি হয়ে গেছে। অল্প কিছু সংখ্যক ছিল টিকেট ছিল। সেটাও হয়তো বিক্রি হয়ে যাবে। এরপর সিনেমাটি আবার দেখানো হবে ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশি দর্শক যারা প্রথম দুই দিনের শোয়ের টিকেট পাননি, তাদেরকে শেষ দিনের টিকেট নিতে বলেছি।”

উৎসবে অংশ নিতে ২৯ অগাস্ট ঢাকা ছাড়ছেন পরিচালক। সিনেমার অভিনয়শিল্পী মেহজাবীন ও মোস্তফা মনোয়ার কানাডায় পৌঁছাবেন উৎসবের একদিন আগে ৪ সেপ্টেম্বর।

‘সাবা’ সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। মা-মেয়ের সম্পর্কের মধ্যে আবির্ভাব ঘটে অঙ্কুর নামের এক তরুণের, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়।

সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।

মাকসুদ বলেন, “আমরা এ বছর টরেন্টো উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার করছি, এই বছরটা বিভিন্ন উৎসবে সিনেমাটি নিয়ে ঘুরে বেড়াব। তারপর বাংলাদেশের মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।”

আরও পড়ুন : ‘মুজিব’ সিনেমার খরচের হিসাব চান বাঁধন