বছর জুড়ে মুক্তির হিড়িক, তবুও ‘সংকটে’ চলচ্চিত্র

বছরের শুরুতে সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যাপকতা এবং তার পরে কোটা আন্দোলন ঘিরে সরকার পতন ও সংঘাত-সহিংসতায় চলচ্চিত্র শিল্প বছরজুড়েই ‘সংকটকালীন’ দশা পার করলেও, এবার ছিল সিনেমা মুক্তির হিড়িক। চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক ও পরিবেশকরা জানিয়েছেন, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অর্ধ শতাধিক সিনেমা; তবে সেগুলোর মধ্যে এক দুটি ছাড়া কোনোটিই ‘দর্শক টানেনি’। ফলে ব্যবসাতে হয়েছে ‘ভরাডুবি’। … Continue reading বছর জুড়ে মুক্তির হিড়িক, তবুও ‘সংকটে’ চলচ্চিত্র