ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার সরকারের কাজ-কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন : শামসুজ্জামান দুদু দর্শনায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা; নিহত ৩৮

যে পুরস্কারটি সাফার কাছে ‘অন্ধকারে এক বিন্দু আলো’!

বছরজুড়ে নিজের কাজ নিয়ে সরব ছিলেন সাফা কবির। বিশেষ করে ২০২৪ জুড়ে নানামাত্রিক এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে সাফা আলোচনায় ছিলেন। তিনি বেশকিছু নাটকে অভিনয় করেছেন। বছর শেষে সিজেএফবি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ক্রিটিকস অ্যাক্টর’ হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন।

এই পুরস্কার সাফাকে নতুনভাবে আরও বেশি এক্সপেরিমেন্টাল ক্যারেকটার করতে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি।

আলোক হাসানের পরিচালনায় শফিকুর রহমান শান্তুনুর চিত্রনাট্যে ‘পারুল’ নাটকের জন্য সাফা সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তবে এ বছর জুড়ে তাকে টিকিট (ওয়েব কনটেন্ট), সুপার ওয়াইফ, ফিদা, অনন্ত প্রেম, জাদুর শহর, ১০ বিঘা ফুল বাগান, ফিল মাই লাভ, লাভ বাজ, প্রথম প্রেম, একটু আধটু প্রেম কাজগুলোতে পাওয়া গেছে।

সাফা বলেন, পারুল চরিত্রটি বাস্তব থেকে অনুপ্রাণিত হয়ে করা। নাটকের কস্টিউম আমার নিজের ডিজাইনে করেছি। পুরো প্রজেক্টে টিমের সঙ্গে আমি জড়িত ছিলাম। সামনে আমি একইভাবে নির্মাতাদের কাছ সাপোর্ট প্রত্যাশা করি তাহলে হয়তো আমিও সেরা কাজ উপহার দিতে পারবো।

সাফা কবির বলেন, এই পুরস্কারটি অন্ধকারের মাঝে ছোট্ট একটু আলোর মতো, যা আমার শিল্প ও পরিশ্রমকে অনুপ্রেরণা দিয়েছে। সিজেএফবি’র সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। সেইসঙ্গে পারুল নাটকের সঙ্গে জড়িত সবার প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

২০২৫-এ আরও গল্প প্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চান সাফা কবির। বললেন, আমি সবসময় মনে করি গল্পই হচ্ছে আসল হিরো। কিন্তু এমন শক্তিশালী গল্পের দেখা ইদানীং কম পাচ্ছি। এ জন্য নিজের কিছু গল্প পছন্দ রয়েছে, সেগুলো ফিকশনে তুলে আনবো।

safa2.jpg

নতুন বছরের পরিকল্পনা জানিয়ে সাফা বলেন, সিনেমায় আসার ইচ্ছে অনেক আগে থেকে রয়েছে। কিন্তু আমার কাছে ভালো গল্প এবং ডিরেক্টরের কল এখনও আসেনি। অপেক্ষায় আছি, যখন সবকিছু টাইমিং হবে, আমি তখন বড়পর্দায় আসবো। আমাদের দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে।

তিনি বলেন, আমি নিজেও অপেক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হবো। ২০২৫ সালে নিজের একটি ক্লোথিং ব্র্যান্ড লঞ্চ করতে চাই। পাশাপাশি আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে এ বছর বিয়েটা করে ফেলা উচিত, হাহাহা।

 

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতা সহ আহত-৩

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

যে পুরস্কারটি সাফার কাছে ‘অন্ধকারে এক বিন্দু আলো’!

আপডেট সময় ১১:১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

বছরজুড়ে নিজের কাজ নিয়ে সরব ছিলেন সাফা কবির। বিশেষ করে ২০২৪ জুড়ে নানামাত্রিক এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে সাফা আলোচনায় ছিলেন। তিনি বেশকিছু নাটকে অভিনয় করেছেন। বছর শেষে সিজেএফবি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ক্রিটিকস অ্যাক্টর’ হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন।

এই পুরস্কার সাফাকে নতুনভাবে আরও বেশি এক্সপেরিমেন্টাল ক্যারেকটার করতে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি।

আলোক হাসানের পরিচালনায় শফিকুর রহমান শান্তুনুর চিত্রনাট্যে ‘পারুল’ নাটকের জন্য সাফা সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তবে এ বছর জুড়ে তাকে টিকিট (ওয়েব কনটেন্ট), সুপার ওয়াইফ, ফিদা, অনন্ত প্রেম, জাদুর শহর, ১০ বিঘা ফুল বাগান, ফিল মাই লাভ, লাভ বাজ, প্রথম প্রেম, একটু আধটু প্রেম কাজগুলোতে পাওয়া গেছে।

সাফা বলেন, পারুল চরিত্রটি বাস্তব থেকে অনুপ্রাণিত হয়ে করা। নাটকের কস্টিউম আমার নিজের ডিজাইনে করেছি। পুরো প্রজেক্টে টিমের সঙ্গে আমি জড়িত ছিলাম। সামনে আমি একইভাবে নির্মাতাদের কাছ সাপোর্ট প্রত্যাশা করি তাহলে হয়তো আমিও সেরা কাজ উপহার দিতে পারবো।

সাফা কবির বলেন, এই পুরস্কারটি অন্ধকারের মাঝে ছোট্ট একটু আলোর মতো, যা আমার শিল্প ও পরিশ্রমকে অনুপ্রেরণা দিয়েছে। সিজেএফবি’র সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। সেইসঙ্গে পারুল নাটকের সঙ্গে জড়িত সবার প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

২০২৫-এ আরও গল্প প্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চান সাফা কবির। বললেন, আমি সবসময় মনে করি গল্পই হচ্ছে আসল হিরো। কিন্তু এমন শক্তিশালী গল্পের দেখা ইদানীং কম পাচ্ছি। এ জন্য নিজের কিছু গল্প পছন্দ রয়েছে, সেগুলো ফিকশনে তুলে আনবো।

safa2.jpg

নতুন বছরের পরিকল্পনা জানিয়ে সাফা বলেন, সিনেমায় আসার ইচ্ছে অনেক আগে থেকে রয়েছে। কিন্তু আমার কাছে ভালো গল্প এবং ডিরেক্টরের কল এখনও আসেনি। অপেক্ষায় আছি, যখন সবকিছু টাইমিং হবে, আমি তখন বড়পর্দায় আসবো। আমাদের দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে।

তিনি বলেন, আমি নিজেও অপেক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হবো। ২০২৫ সালে নিজের একটি ক্লোথিং ব্র্যান্ড লঞ্চ করতে চাই। পাশাপাশি আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে এ বছর বিয়েটা করে ফেলা উচিত, হাহাহা।