যে পুরস্কারটি সাফার কাছে ‘অন্ধকারে এক বিন্দু আলো’!

বছরজুড়ে নিজের কাজ নিয়ে সরব ছিলেন সাফা কবির। বিশেষ করে ২০২৪ জুড়ে নানামাত্রিক এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে সাফা আলোচনায় ছিলেন। তিনি বেশকিছু নাটকে অভিনয় করেছেন। বছর শেষে সিজেএফবি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ক্রিটিকস অ্যাক্টর’ হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এই পুরস্কার সাফাকে নতুনভাবে আরও বেশি এক্সপেরিমেন্টাল ক্যারেকটার করতে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি। আলোক হাসানের পরিচালনায় শফিকুর রহমান … Continue reading যে পুরস্কারটি সাফার কাছে ‘অন্ধকারে এক বিন্দু আলো’!