ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করাচি টু চট্টগ্রাম রুটে চালু হলো কনটেইনার জাহাজ হোয়াইট হাউসে নববির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা : ফারুকী শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলা মূল সংবিধানের পরিপন্থী : অ্যাটর্নি জেনারেল অনলাইনে আয়কর পরিশোধের চার্জ নির্ধারণ বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে ভারত : ফখরুল নাহিদ ইসলামকে ঘিরে হ্যাশট্যাগ ‘উই আর নাহিদ’ পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার ট্রাম্প প্রশাসনে পদ পাচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী

‘রঙিলা কিতাব’-এর ট্রেলার দেখে কী বলছে দর্শক…

  • বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় ১১:৩৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • 29

“ক্ষমতার খেলায় জীবন হারিয়ে যায়। বিশ্বাসঘাতকতার দাম দিতে হবে প্রাণ দিয়ে। রক্তের দাম রক্তে শোধ হবে। লিখা হবে এক প্রেমের কিসসা।”-এমন কথা লিখেই ওটিটি প্লাটফর্ম হইচই শেয়ার করেছে বহুল প্রতীক্ষত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর ট্রেলার!

মঙ্গলবার প্রকাশিত আড়াই মিনিটের ট্রেলারটি দর্শকদের কাছে প্রশংসা কুড়াচ্ছে। ২৪ ঘণ্টার আগেই হইচই বাংলাদেশ-এর ফেসবুক পেজে ট্রেলারটি দেখা হয়েছে প্রায় ১৫ লাখ বার! বহু দর্শক ট্রেলার দেখেই তাদের আগ্রহের কথা জানাচ্ছেন।

তবে বেশীরভাগ দর্শকই ট্রেলার দেখে করেছেন পরীর প্রশংসা। একজন ট্রেলারটি দেখে মন্তব্য করেছেন,“পরীমনির এরকম একটা কামব্যাক দরকার ছিল।” আরেকজন লিখেছেন “অসাধারণ হয়েছে, জাস্ট সুপার। আমার পরী আপুকে অনেক ভালো লাগে। মা হওয়ার পর আরো ভালো লাগে।”

জয়ন্ত নামের একজন লিখেছেন, “কী দেখলাম এটা, বিশ্বাস করতে পারছি না এটা পরী। অসাধারণ অভিনয়।” আপন নামের একজন দর্শক লিখেছেন, “দুজনেই সুপার অভিনয় করেছেন, জাস্ট অসাধারণ ট্রেলার।”নাজিমউদ দৌলা লিখেছেন,“খুব ভালো লেগেছে ট্রেলার। কনটেন্ট ভালো হবে আশা করছি।” ইমন নামে একজন লিখেছেন,“কামব্যাক এমনই হওয়া উচিত। দুর্দান্ত পরীমনি।” ফুয়াদ নামের একজন দর্শক লিখেছেন,“স্বপ্নজালের পর আবার মনে হয় পরীর একটা সুন্দর অভিনয় আমরা পাচ্ছি।”

বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তীর সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তীও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।

অনম বিশ্বাসের পরিচালনায় প্রদীপ ও সুপ্তীর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরীমণি। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে। এই কাজের মাধ্যমে ওটিটি সিরিজে অভিষেক ঘটলো চিত্রনায়িকা পরীর।

সিরিজটি যে হতে যাচ্ছে টান টান উত্তেজনার, সেটার আঁচ পাওয়া গেল ট্রেলারেও। আড়াই মিনিটে যে কাজ মানুষের আগ্রহ বাড়িয়েছে, নির্মাতার বিশ্বাস- পুরো সিরিজটি দেখে আশাহত হবেন না দর্শক। তার জন্য অপেক্ষা করতে হবে ৮ নভেম্বর পর্যন্ত।

 

নিশোর ‘দাগী’ : নায়িকা তমা, গল্প কী নিয়ে?

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি আনিকা যাচ্ছে মেক্সিকোতে

‘ভুল ভুলাইয়া থ্রি’ এবং ‘সিংহাম এগেইন’ অগ্রিম টিকেট বিক্রিতে কে এগিয়ে ?

মুক্তির আগেই আয় ১৪০০ কোটি, ‘পুষ্পা ২’ মুক্তি পাবে বাংলাদেশে

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘রঙিলা কিতাব’-এর ট্রেলার দেখে কী বলছে দর্শক…

আপডেট সময় ১১:৩৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

“ক্ষমতার খেলায় জীবন হারিয়ে যায়। বিশ্বাসঘাতকতার দাম দিতে হবে প্রাণ দিয়ে। রক্তের দাম রক্তে শোধ হবে। লিখা হবে এক প্রেমের কিসসা।”-এমন কথা লিখেই ওটিটি প্লাটফর্ম হইচই শেয়ার করেছে বহুল প্রতীক্ষত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর ট্রেলার!

মঙ্গলবার প্রকাশিত আড়াই মিনিটের ট্রেলারটি দর্শকদের কাছে প্রশংসা কুড়াচ্ছে। ২৪ ঘণ্টার আগেই হইচই বাংলাদেশ-এর ফেসবুক পেজে ট্রেলারটি দেখা হয়েছে প্রায় ১৫ লাখ বার! বহু দর্শক ট্রেলার দেখেই তাদের আগ্রহের কথা জানাচ্ছেন।

তবে বেশীরভাগ দর্শকই ট্রেলার দেখে করেছেন পরীর প্রশংসা। একজন ট্রেলারটি দেখে মন্তব্য করেছেন,“পরীমনির এরকম একটা কামব্যাক দরকার ছিল।” আরেকজন লিখেছেন “অসাধারণ হয়েছে, জাস্ট সুপার। আমার পরী আপুকে অনেক ভালো লাগে। মা হওয়ার পর আরো ভালো লাগে।”

জয়ন্ত নামের একজন লিখেছেন, “কী দেখলাম এটা, বিশ্বাস করতে পারছি না এটা পরী। অসাধারণ অভিনয়।” আপন নামের একজন দর্শক লিখেছেন, “দুজনেই সুপার অভিনয় করেছেন, জাস্ট অসাধারণ ট্রেলার।”নাজিমউদ দৌলা লিখেছেন,“খুব ভালো লেগেছে ট্রেলার। কনটেন্ট ভালো হবে আশা করছি।” ইমন নামে একজন লিখেছেন,“কামব্যাক এমনই হওয়া উচিত। দুর্দান্ত পরীমনি।” ফুয়াদ নামের একজন দর্শক লিখেছেন,“স্বপ্নজালের পর আবার মনে হয় পরীর একটা সুন্দর অভিনয় আমরা পাচ্ছি।”

বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তীর সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তীও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।

অনম বিশ্বাসের পরিচালনায় প্রদীপ ও সুপ্তীর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরীমণি। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে। এই কাজের মাধ্যমে ওটিটি সিরিজে অভিষেক ঘটলো চিত্রনায়িকা পরীর।

সিরিজটি যে হতে যাচ্ছে টান টান উত্তেজনার, সেটার আঁচ পাওয়া গেল ট্রেলারেও। আড়াই মিনিটে যে কাজ মানুষের আগ্রহ বাড়িয়েছে, নির্মাতার বিশ্বাস- পুরো সিরিজটি দেখে আশাহত হবেন না দর্শক। তার জন্য অপেক্ষা করতে হবে ৮ নভেম্বর পর্যন্ত।

 

নিশোর ‘দাগী’ : নায়িকা তমা, গল্প কী নিয়ে?

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি আনিকা যাচ্ছে মেক্সিকোতে

‘ভুল ভুলাইয়া থ্রি’ এবং ‘সিংহাম এগেইন’ অগ্রিম টিকেট বিক্রিতে কে এগিয়ে ?

মুক্তির আগেই আয় ১৪০০ কোটি, ‘পুষ্পা ২’ মুক্তি পাবে বাংলাদেশে