ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিয়াম-মেহজাবীনকে নাচালেন হানিফ সংকেত

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র প্রতিটি পর্বে খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, গান, অভিনয়, নত্য। পরিবেশিত হয় দলীয় সংগীতের একটি বিশেষ পর্বও। এবারের দলীয় সংগীতের বিষয়- মোবাইলের বিভিন অ্যাপসের ব্যবহার।

এই পর্বে অংশগ্রহণ করেছেন বড় পর্দার দর্শকপ্রিয় মুখ সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমার পর্দা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ বিভিন্ন নায়িকাদের সঙ্গে নাচতে দেখা যায়। তবে এবার হতে যাচ্ছে তার বিপরীত। নায়ক সিয়ামকে নিয়ে তুমুল নেচেছেন মেহজাবীন চৌধুরী। অঙ্গসজ্জাও নায়িকাসুলভ। এ যেন পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক ছবির টিজার! ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র স্থিরচিত্র থেকে সেটাই অনুমান করা যাচ্ছে। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পী বৃন্দ।

‘ইত্যাদি’ কর্তা হানিফ সংকেত নিশ্চিত করেছেন, এটা কোনও সিনেমা নয়! ঈদে টিভি পর্দাতেই এমন রূপে দেখা মিলবে সিয়াম-মেহজাবীনকে। বিশেষ একটি গানে মঞ্চ মাতাবেন দু’জনে।

হানিফ সংকেত জানান, গানটি বিষয়ভিত্তিক। যে গানের মাধ্যমে উঠে আসবে সোশ্যাল হ্যান্ডেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব বিষয়।

গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

আরও পড়ুন : আবারও ইত্যাদির পর্দায় ফিরছেন প্রতীক-প্রীতম

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সিয়াম-মেহজাবীনকে নাচালেন হানিফ সংকেত

আপডেট সময় ০৭:৩৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র প্রতিটি পর্বে খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, গান, অভিনয়, নত্য। পরিবেশিত হয় দলীয় সংগীতের একটি বিশেষ পর্বও। এবারের দলীয় সংগীতের বিষয়- মোবাইলের বিভিন অ্যাপসের ব্যবহার।

এই পর্বে অংশগ্রহণ করেছেন বড় পর্দার দর্শকপ্রিয় মুখ সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমার পর্দা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ বিভিন্ন নায়িকাদের সঙ্গে নাচতে দেখা যায়। তবে এবার হতে যাচ্ছে তার বিপরীত। নায়ক সিয়ামকে নিয়ে তুমুল নেচেছেন মেহজাবীন চৌধুরী। অঙ্গসজ্জাও নায়িকাসুলভ। এ যেন পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক ছবির টিজার! ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র স্থিরচিত্র থেকে সেটাই অনুমান করা যাচ্ছে। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পী বৃন্দ।

‘ইত্যাদি’ কর্তা হানিফ সংকেত নিশ্চিত করেছেন, এটা কোনও সিনেমা নয়! ঈদে টিভি পর্দাতেই এমন রূপে দেখা মিলবে সিয়াম-মেহজাবীনকে। বিশেষ একটি গানে মঞ্চ মাতাবেন দু’জনে।

হানিফ সংকেত জানান, গানটি বিষয়ভিত্তিক। যে গানের মাধ্যমে উঠে আসবে সোশ্যাল হ্যান্ডেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব বিষয়।

গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

আরও পড়ুন : আবারও ইত্যাদির পর্দায় ফিরছেন প্রতীক-প্রীতম