জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ জানে তাদের স্থান এই বাংলায় হবে না, তাই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে ওপার বাংলা ও দিল্লিতে লুকিয়েছে।’
আজ শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত গণজমায়েতে এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের জনগণ দাবি তুলেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। তাই আওয়ামী লীগকে বিচার করতে হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে বিচারের আওতায় আনতে হবে।’
এনসিপির সদস্য সচিব বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে বিচার আওতায় না নিয়ে আসা হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের জনগণ শাহবাগ ছেড়ে যাবে না।’
এদিকে শনিবার (১০ মে) বিকেল ৩টায় গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে থাকেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলে গণজমায়েত জনসমুদ্রে পরিণত হয়।
ইতোমধ্যে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছে ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আরও বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীদের এ জমায়েতে যোগ দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া শাহবাগ মোড়ে গণজমায়েতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আব্দুল হান্নান মাসউদ, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।