জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর (৩০) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোর সদর উপজেলার এনায়েতপুরে এনামের বাড়িতে গিয়ে তার হাতে আর্থিক অনুদান তুলে দেন।
আহত এনাম জানান, গত ৪ আগস্ট রাজধানীর উত্তরায় আন্দোলনে অংশ নিতে গেলে পুলিশ তার মাথায় গুলি করে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সেরে উঠলেও আর্থিক সংকটে পড়ে পরিবার তাকে যশোরে নিয়ে আসে। চিকিৎসকদের মতে, এনাম আর কখনও সম্পূর্ণ সুস্থ হবেন না। এই দুঃসময়ে বিএনপি ও তারেক রহমান পাশে দাঁড়ানোয় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন করে বাঁচার সাহস ফিরে পেয়েছেন বলে জানান।
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে এনাম নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এখন থেকে তার চিকিৎসা ও পরিবারে সহযোগিতার দায়িত্ব তারেক রহমান নিজে নিয়েছেন।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, এনামের স্ত্রী, একটি ছোট মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যরা অনিশ্চয়তার মুখে পড়েছেন। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে গেলে এনামসহ এই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পরিবারকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আনা হবে।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফ্যাসিবাদী দলের বিচারের সিদ্ধান্তকে সঠিক মনে করে বিএনপি : মির্জা ফখরুল