ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বুধবাব (১০ সেপ্টেম্বর) কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ এ অভিনন্দন জানান। এ সময় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ডাকসু নির্বাচন হল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই, যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে। এটাই গণতন্ত্রের নীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল। যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে করে বিএনপি নেতা বলেন, সংবাদপত্র দেখলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়ী হয়েছে। কিন্তু নির্বাচনে তো ইসলামী ছাত্রশিবির অংশগ্রহণ করেনি। এই নামে এই ব্যানারে কোন ব্যানার প্রদান করা হয়নি। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যানারে দলীয় নামের ঘোষণা দিয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করেছি। ছাত্রদল অংশগ্রহণ করেছে। ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’- ব্যানারে যারা জয়ী হয়েছে, আমি আবারো তাদেরকে অভিনন্দন জানাই।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২৪ এর পরবর্তী সময়ে আমাদের সবচাইতে বড় সংগ্রামের নাম হচ্ছে। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা করতে হবে। যে সংস্কৃতি গণতান্ত্রিক সংস্কৃতি, সহনশীলতার সংস্কৃতি, সহমত সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, জাতীয় অথবা বড় দলের ব্যানারে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে অনেকেই জাতীয় সংসদে গেছে। কিন্তু যারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে কেউ জাতীয় সংসদে এখন পর্যন্ত আসতে পারেনি।

স্বাধীনতার আগে এবং পরে বাংলাদেশের ইতিহাসের রাজনীতিতে যত পরিবর্তন এসেছে তা ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে এসেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

সালাহউদ্দিন বলেন, ছাত্র রাজনীতি সূতিকাগার, আন্দোলনের সূতিকাগার, রাষ্ট্রীয় পরিবর্তনের সূতিকাগার যে বিশ্বিবদ্যালয়- সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থাকতেই হবে। যারা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন আমি তাদের বিরুদ্ধে। কারণ শিক্ষাঙ্গণ থেকে রাজনীতির চর্চা হয়ে জাতীয় রাজনীতির নেতৃত্ব উঠে আসে।

বিএনপি নেতা বলেন, এমন ছাত্র রাজনীতি কেউ চায় না, যে রাজনীতি ফ্যাসিস্ট তৈরি করে।

ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৫:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বুধবাব (১০ সেপ্টেম্বর) কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ এ অভিনন্দন জানান। এ সময় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ডাকসু নির্বাচন হল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই, যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে। এটাই গণতন্ত্রের নীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল। যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে করে বিএনপি নেতা বলেন, সংবাদপত্র দেখলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়ী হয়েছে। কিন্তু নির্বাচনে তো ইসলামী ছাত্রশিবির অংশগ্রহণ করেনি। এই নামে এই ব্যানারে কোন ব্যানার প্রদান করা হয়নি। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যানারে দলীয় নামের ঘোষণা দিয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করেছি। ছাত্রদল অংশগ্রহণ করেছে। ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’- ব্যানারে যারা জয়ী হয়েছে, আমি আবারো তাদেরকে অভিনন্দন জানাই।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২৪ এর পরবর্তী সময়ে আমাদের সবচাইতে বড় সংগ্রামের নাম হচ্ছে। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা করতে হবে। যে সংস্কৃতি গণতান্ত্রিক সংস্কৃতি, সহনশীলতার সংস্কৃতি, সহমত সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, জাতীয় অথবা বড় দলের ব্যানারে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে অনেকেই জাতীয় সংসদে গেছে। কিন্তু যারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে কেউ জাতীয় সংসদে এখন পর্যন্ত আসতে পারেনি।

স্বাধীনতার আগে এবং পরে বাংলাদেশের ইতিহাসের রাজনীতিতে যত পরিবর্তন এসেছে তা ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে এসেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

সালাহউদ্দিন বলেন, ছাত্র রাজনীতি সূতিকাগার, আন্দোলনের সূতিকাগার, রাষ্ট্রীয় পরিবর্তনের সূতিকাগার যে বিশ্বিবদ্যালয়- সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থাকতেই হবে। যারা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন আমি তাদের বিরুদ্ধে। কারণ শিক্ষাঙ্গণ থেকে রাজনীতির চর্চা হয়ে জাতীয় রাজনীতির নেতৃত্ব উঠে আসে।

বিএনপি নেতা বলেন, এমন ছাত্র রাজনীতি কেউ চায় না, যে রাজনীতি ফ্যাসিস্ট তৈরি করে।

ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন