জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন করে আর কোনো ভয়ের সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠতে দেওয়া হবে না । মঙ্গলবার (১ জুলাই) গাইবান্ধায় পৌর শহীদ মিনারে জুলাই পদযাত্রা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে হাজারো মানুষ আহত ও শহীদ হয়েছেন একটা নতুন বাংলাদেশের জন্য। যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে, যে বাংলাদেশে মানুষ কথা বলতে গেলে পুলিশ আক্রমণ চালাবে না, মত প্রকাশ করতে গেলে লাঠিচার্জ করবে না। অন্যায়ের প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করতে পারবে। জুলাই গণঅভ্যুত্থান সেই প্রতিবাদ করা শিখিয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে আমাদের ভয় ভেঙে গেছে। নতুন করে আর কোনো ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে গড়ে উঠতে দেবো না। শহীদরা রক্ত দিয়েছেন, প্রয়োজনে আমরা আবার রক্ত দেবো।
নাহিদ ইসলাম বলেন, অনেকদিন ধরেই গাইবান্ধাবাসী নানান বৈষম্যর শিকার হয়ে আসছেন। এবার গাইবান্ধা থেকেই দেশ গড়ার ডাক দিয়ে রাজপথে নেমেছি। আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। তাকে এই দেশ থেকে উৎখাত করেছি। কিন্তু জনআকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ পাইনি। এবার নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি।
যারা জুলাই গণঅভ্যুত্থানে হামলা করেছিলেন সেই ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ১৬ বছর হাসিনাসহ তার দোসররা দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার করছে। তাদের বিচার আমরা অবশ্যই নিশ্চিত করবো। রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনে যেতে হবে। শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য একদলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য কেউ রক্ত দেয়নি।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে আমরা দখল, চাঁদাবাজি, লুটপাটের আর কোনো সুযোগ দেবো না। ইনশাআল্লাহ দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে ডাক দিয়েছি, সেই দেশ গড়ে আমরা ঘরে ফিরব।
এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।